IPL 2024

আইপিএলে মাঠের বাইরে শুরু অন্য খেলা, স্টারের সঙ্গে জোর লড়াই অম্বানীর সংস্থার, কারণ কী?

মার্চ মাসে শুরু হওয়ার কথা আইপিএল। তার আগে মাঠের বাইরে অন্য খেলা শুরু হয়েছে। বিজ্ঞাপনের টাকা নিয়ে জোর লড়াই চলছে স্টার ও ভায়াকম ১৮-এর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১৯:০০
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র

আইপিএল শুরুর তিন মাস আগেই মাঠের বাইরে অন্য খেলা শুরু হয়েছে। বিজ্ঞাপনের টাকা নিয়ে জোর লড়াই চলছে স্টার ও ভায়াকম ১৮-এর। আইপিএলের টেলিভিশন সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার। অন্য দিকে ডিজিটাল সম্প্রচার করবে মুকেশ অম্বানীর সংস্থা। সম্প্রচার শুরুর আগে বিজ্ঞাপনের টাকা নিয়ে শুরু হয়েছে লড়াই।

Advertisement

এর মধ্যেই শোনা যাচ্ছে দুই সংস্থা নাকি একসঙ্গে জুড়ে যেতে পারে। সংবাদপত্র ইকোনমিক টাইমস জানিয়েছে, দু’টি সংস্থার মধ্যে একটি চুক্তি হয়েছে। কী ভাবে কোনও সমস্যা ছাড়া আইপিএল সম্প্রচার করা যায় তা নিয়ে আলোচনা চালাচ্ছে তারা। তার মাঝেই বিজ্ঞাপনের খরচের কথা জানা গিয়েছে।

স্টার জানিয়েছে, খেলা চলাকালীন কো-প্রেসেন্টর হিসাবে জায়গা পেতে ১৬৭ কোটি টাকা ও সহযোগী সম্প্রচারকারী হিসাবে জায়গা পেতে ৮৩ কোটি টাকা দিতে হবে তাদের। এটি এসডি চ্যানেলের জন্য। এইচডি চ্যানেলের ক্ষেত্রে টাকার অঙ্ক যথাক্রমে ৭১ কোটি ও ৩৫ কোটি। এ ছাড়া খেলার মাঝে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য এসডি চ্যানেলের ক্ষেত্রে প্রতি ১০ সেকেন্ডে ১২ লক্ষ ৮০ হাজার টাকা ও এইচডি চ্যানেলের ক্ষেত্রে ৫ লক্ষ ৪৫ হাজার টাকা দিতে হবে স্টারকে। ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে টাকার অঙ্ক জানা যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন