Shubman Gill Pokes Virat Kohli

বিরাটকে খেলায় মন দিতে বললেন শুভমন? বেঙ্গালুরুকে হারিয়ে গুজরাত অধিনায়কের কথায় কিসের ইঙ্গিত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়েছে গুজরাত টাইটান্স। ম্যাচ জিতে কি বিরাট কোহলিকে খোঁচা মারলেন শুভমন গিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৪:৩১
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) ও শুভমন গিল। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়রথ থামিয়েছে গুজরাত টাইটান্স। বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়েছে তারা। ম্যাচ জিতে কি বিরাট কোহলিকে খোঁচা মারলেন শুভমন গিল? গুজরাতের অধিনায়কের কথায় কিসের ইঙ্গিত?

Advertisement

বেঙ্গালুরুকে হারিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন শুভমন। সেখানে দলের ক্রিকেটারদের উল্লাসের একটি ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লেখা, “খেলায় নজর, গ্যালারির শব্দে নয়।”

কারও নাম করেননি শুভমন। কিন্তু কেন এই ম্যাচ জিতেই এই পোস্ট তিনি করলেন। গুজরাত তো এর আগে মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছে। সেই ম্যাচের পর তো এমন কিছ লেখেননি তিনি। সেই কারণেই জল্পনা শুরু হয়েছে। চিন্নাস্বামীতে এমনিতেই বেঙ্গালুরুর সমর্থক ছাড়া বাকিদের দেখা যায় না। দল ভাল খেলুক বা খারাপ, সমর্থনের অভাব হয় না কোহলিদের। এক শব্দব্রহ্ম তৈরি হয়। সেখানে প্রতিপক্ষ দলের খেলা আরও কঠিন হয়। কিন্তু তাঁরা সেই শব্দকে চুপ করিয়ে দিয়েছেন। সেই কারণেই কি এমন কথা বললেন তিনি?

Advertisement

গ্যালারির এই চিৎকারের সঙ্গে পরিচিত কোহলি। মাঠে অনেক সময় দেখা যায়, গানের তালে তিনি নাচছেন। আবার উত্তেজিত ভঙ্গিতে দর্শকদের সঙ্গে উল্লাস করেন। তাঁদের তাতান। কোহলির এই স্বভাবের সঙ্গে ভারতীয় ক্রিকেট পরিচিত। তুলনায় শুভমন শান্ত। খুব একটা বেশি উচ্ছ্বাস দেখান না। দর্শকদের সঙ্গে ভাব বিনিময় করতেও দেখা যায় না তাঁকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতীয় ক্রিকেটে শুভমনের পদার্পণের পর তাঁকে ভবিষ্যতের কোহলি বলা হত। মূলত তাঁদের খেলার ধরন অনেকটা এক। অল্প সময়ে নিজের জায়গা পাকা করেছেন শুভমন। শুধু তা-ই নয়, সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন সহ-অধিনায়ক হয়েছেন তিনি। অর্থাৎ, ভবিষ্যতের নেতা ভাবা হচ্ছে তাঁকে। তবে ভারতের টি-টোয়েন্টি দলে নিজের জায়গা হারিয়েছেন শুভমন। তাঁর খেলার সমালোচনা হয়েছে। আইপিএলেও তাঁর নেতৃত্বের সমালোচনা হয়েছে। সেই কারণেই কি ম্যাচ জিতে সেই প্রশ্নের জবাব দিলেন শুভমন? জানিয়ে দিলেন, শুধু খেলার দিকেই নজর থাকে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement