T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না, প্রতিযোগিতা শুরুর দু’মাস আগে ঘোষণা ইংরেজ অধিনায়কের

গত বছর এক দিনের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফিরে এসেছিলেন বেন স্টোকস। বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু তাঁর হাঁটুর চোট এখনও ভোগাচ্ছে। সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়েছেন স্টোকস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৬:২৭
Share:

বেন স্টোকস। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু গত বছর এক দিনের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফিরে এসেছিলেন। বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু তাঁর হাঁটুর চোট এখনও ভোগাচ্ছে। সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়েছেন স্টোকস।

Advertisement

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস। লাল বলের ক্রিকেটে নিয়মিত খেললেও, সাদা বলে খেলতে পারছিলেন না চোটের কারণে। তবে এক দিনের ক্রিকেটে ফিরে এসেছিলেন। মনে করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন। কিন্তু মঙ্গলবার স্টোকস বলেন, “আমি বোলার হিসাবে নিজেকে তৈরি করছি। সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে খেলতে চাই। আইপিএল খেলছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলব না। এর ফলে চোট সারিয়ে আমি অলরাউন্ডার হিসাবে ক্রিকেটে ফিরতে পারব।”

সদ্য ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড। সেখানে প্রথম দিকের ম্যাচগুলিতে বল করছিলেন না স্টোকস। তিনি বলেন, “হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল আমার। ন’মাস বল করিনি। তার পর ইংল্যান্ডের হয়ে ভারতে বল করেছিলাম শেষ দিকের টেস্টে। বুঝতে পারছিলাম যে, আমি বল করার জন্য এখনও তৈরি নই। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলব। আশা করি তখন বল করতে পারব।”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৪ জুন। স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। ওই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ওমান এবং নামিবিয়া। ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন স্টোকস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement