টেস্ট হারের বিশ্বরেকর্ড করে ফেললেন জো রুট। —ফাইল চিত্র
জো রুট, যিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, একটি লজ্জার বিশ্বরেকর্ড করে ফেললেন বৃহস্পতিবার। একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে তাদের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারের রেকর্ড করে ফেললেন তিনি।
সিডনিতে অ্যাশেজ়ের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৭ উইকেটে হারতেই এই রেকর্ড করে ফেলেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে এটি রুটের ১৬তম টেস্ট হার। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে আর কোনও ক্রিকেটার একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে তাদের মাটিতে এত টেস্ট হারেননি।
রুট এর আগে ইংল্যান্ডেরই দুই প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এবং অ্যালিস্টার কুকের সঙ্গে এই তালিকায় শীর্ষে ছিলেন। তাঁদের এই লজ্জার নজিরও অস্ট্রেলিয়ার মাটিতে। তাঁরা অস্ট্রেলিয়ায় ১৫টি করে টেস্ট হেরেছেন। বৃহস্পতিবার সিডনিতে হারার ফলে রুট একক ভাবে এই তালিকার শীর্ষে চলে এলেন।
রুট অস্ট্রেলিয়ায় মোট ১৯টি টেস্ট খেলেছেন এবং ১৬টিতে হেরেছেন। অস্ট্রেলিয়ায় তিনি এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট জিততে পেরেছেন। সেটি এ বারের অ্যাশেজ়েই মেলবোর্ন টেস্ট।
২০১৩-১৪ সালের অ্যাশেজ় সিরিজ়ে রুট প্রথম বার অস্ট্রেলিয়া সফরে যান। সেই সিরিজ়ে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছিল। রুট চারটি ম্যাচ খেলেছিলেন এবং সব ক’টিতেই হেরেছিলেন।
২০১৭-১৮ সালের অ্যাশেজ়ে রুটের নেতৃত্বে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সফরে যায়। সে বার তারা চারটি ম্যাচ হারে এবং একটি ম্যাচ ড্র হয়। ২০২১-২২ সালের অ্যাশেজ়েও ইংল্যান্ড রুটের নেতৃত্বে খেলে এবং আবারও চারটি ম্যাচে হারে এবং একটি ম্যাচ ড্র হয়। এ বারের অ্যাশেজ়ে ইংল্যান্ড পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই হেরেছে।
টেস্টে ঘরের মাঠ ও বিদেশ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপলের। তিনি ১৯৯৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মে পর্যন্ত ১৬৪টি টেস্ট খেলে ৭৭টিতে হেরেছেন। এই তালিকায় চন্দ্রপলের পরেই আছেন অ্যান্ডারসন (৬৮) এবং রুট (৬৪) ।
বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ডটিও চন্দ্রপলের (৫২)। এরপর আছেন ব্রায়ান লারা (৪৩)। এই তালিকার অ্যান্ডারসনের সঙ্গে যৌথ ভাবে তৃতীয় স্থানে রয়েছেন রুট। দু’জনেই বিদেশে ৪২টি করে টেস্ট হেরেছেন।