তিলক বর্মা। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সমস্যায় ভারতীয় দল। তলপেটে চোটের কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে পারবেন না তিলক বর্মা। শুধু তা-ই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভারত ও নিউ জ়িল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ২১ থেকে ৩১ জানুয়ারি হবে। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে আমেরিকার বিপক্ষে।
চোটের পরিস্থিতি
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সি বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার তিলকের অস্ত্রোপচার হবে। এর ফলে তাঁকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছেন, ‘‘তিলক বুধবার পেটে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে রাজকোটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে বিভিন্ন স্ক্যান করা হয়েছে এবং তার রিপোর্ট বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স-এর চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। যার ফলে তিলকের সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।’’
বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও নেই। তিলক যদি এখনই অস্ত্রোপচার করান, তবে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা অনিশ্চিত।
বিশ্বকাপে ভারতের খেলা
৭ ফেব্রুয়ারি: বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (মুম্বই)
১২ ফেব্রুয়ারি: বনাম নামিবিয়া (দিল্লি)
১৫ ফেব্রুয়ারি: বনাম পাকিস্তান (শ্রীলঙ্কা)
মনে করা হচ্ছে পাকিস্তান ম্যাচের আগে তিলক সুস্থ হয়ে উঠবেন।
বিকল্প ক্রিকেটারের ভাবনা
নিউ জ়িল্যান্ড সিরিজ়ের জন্য নির্বাচকেরা তিলকের পরিবর্তে একজন ক্রিকেটারের নাম ঘোষণা করবেন। প্রশ্ন উঠছে, শুভমন গিল কি সুযোগ পাবেন? সূত্রের খবর, শুভমনকে বিবেচনা করার সম্ভাবনা কম। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে শুভমন ভারতের সহ-অধিনায়ক ছিলেন। কিন্তু ২০ ডিসেম্বর বিশ্বকাপ ও নিউ জ়িল্যান্ড সিরিজ়ির জন্য যে দল ঘোষণা করা হয়, সেখানে জায়গা হয়নি শুভমনের।