England Cricket Team

ভারত সিরিজ়‌ের আগেই চাকরি গেল ইংল্যান্ড দলের দু’জনের, নেপথ্যে কোচ ম্যাকালাম

দলের দুই তথ্য বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড এবং নাথান লিমনকে বরখাস্ত করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের সিরিজ়‌ের কয়েক সপ্তাহ আগেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, কোচ ব্রেন্ডন ম্যাকালামের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৫২
Share:

ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: সমাজমাধ্যম।

দলের দুই তথ্য বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড এবং নাথান লিমনকে বরখাস্ত করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের সিরিজ়‌ের কয়েক সপ্তাহ আগেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, কোচ ব্রেন্ডন ম্যাকালামের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিজেদের বুদ্ধি এবং অনুমান ক্ষমতার উপর ভরসা রাখতে চান।

Advertisement

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ়‌ খেলবে ইংল্যান্ড। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই দু’দেশের প্রথম সিরিজ়। তার আগে এই সিদ্ধান্তে অনেকেই অবাক। কারণ আধুনিক ক্রিকেট তথ্য নির্ভর এ কথা অনেকেই বলেন।

ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজরা ভবিষ্যতে তথ্যের উপর নির্ভরতা আরও কমাতে চাইছে। ওয়াইল্ড এবং লিমন দলকে বেশি সাহায্য করতেন সাদা বলের ক্রিকেটে। সেটাও আর করবেন না। ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়‌েও তাঁদের দেখা যাবে না।

Advertisement

আসলে ম্যাকালাম নিজে তথ্য-নির্ভরতার পক্ষে নন। তাঁর মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই তথ্য দরকার হয়। টেস্টে তা কাজে লাগে না। প্রতিবেদনে লেখা হয়েছে, “ইংল্যান্ডের দল পরিচালন সমিতির মতে, আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটে তথ্য দরকার হয়। সেই ফরম্যাটে বিপক্ষের দুর্বলতা ধরার জন্য তথ্যের প্রয়োজন হয়। টেস্টে এই ভাবনা অচল।”

প্রতিবেদনে আরও লেখা হয়েছে, “ইংল্যান্ড ক্রিকেটের নতুন দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ক্রিকেটারদের আরও বেশি করে দায়িত্ব নিতে বলা হয়েছে। প্রস্তুতি এবং পারফরম্যান্সে জোর দিতে বলা হয়েছে। তা ছাড়া, ম্যাকালাম চান সাজঘরে সাপোর্ট স্টাফের সংখ্যা কমাতে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement