ICC World Cup 2027

চাপে ইংল্যান্ড, এক দিনের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে ২০১৯র চ্যাম্পিয়নেরা

আগামী এক দিনের বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে আসন্ন সিরিজ়ে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতেই হবে ইংল্যান্ডকে। ২৮ মে থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচের এক দিনের সিরিজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৬:৫৩
Share:

ইংল্যান্ড ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আগামী এক দিনের বিশ্বকাপ খেলার যোগ্যতা সরাসরি অর্জন নাও করতে পারে ইংল্যান্ড। যোগ্যতা অর্জন পর্ব খেলে মূলপর্বের টিকিট জোগাড় করতে হতে পারে ২০১৯ সালের বিশ্বজয়ীদের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক দিনের ক্রিকেটের যে বার্ষিক ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে আট নম্বরে নেমে গিয়েছেন হ্যারি ব্রুক, জস বাটলারেরা। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির প্রভাব পড়েছে ক্রমতালিকায়।

Advertisement

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে খেলবে ১৪টি দেশ। আয়োজক হিসাবে দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ের খেলা নিশ্চিত। আইসিসির এ দিনের ক্রিকেটের ক্রমতালিকায় থাকা প্রথম আটটি দেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। ইংল্যান্ড ক্রমতালিকায় আর এক ধাপ নেমে গেলেই যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। ২০২৭ সালের অন্যতম আয়োজক নামিবিয়াও। কিন্তু তারা আইসিসির পূর্ণ সদস্য দেশ (টেস্ট খেলে না) হওয়ায় সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না। তাদেরও যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে।

৪ মে ২০২৪ থেকে ৫ মে ২০২৫— এই সময়ের মধ্যে দলগুলি পারফরম্যান্সের নিরিখে ক্রমতালিকা করেছে আইসিসি। এই সময়ের মধ্যে ইংল্যান্ড ১৪টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে। তাদের জয়-হারের অনুপাত ০.২৭২। শুধুমাত্র নেপাল (০.২) এবং বাংলাদেশের (০.১৪২) থেকে এগিয়ে রয়েছে ইংরেজেরা। ক্রমতালিকায় শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তানের নিচে রয়েছে ইংল্যান্ড। অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৪। তাদের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় (৮৩)। আগামী ২৯ মে থেকে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়। এই সিরিজ় জিততে না পারলে ইংল্যান্ড আরও চাপে পড়ে যাবে। কারণ ক্রমতালিকায় নবম স্থানে নেমে যাবে তারা। অষ্টম স্থানে উঠে আসবেন ক্যারিবিয়ানেরা।

Advertisement

যদিও ইংল্যান্ডের হাতে সময় রয়েছে। ২০২৭ সালের ৩১ মার্চ আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করবে তাতে প্রথম আট দলের মধ্যে থাকলেই হবে। সেই তালিকা অনুযায়ী ঠিক হবে কোন আটটি দেশ সরাসরি এক দিনের বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, গত এক দিনের বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়। যোগ্যতা অর্জন পর্বেও হতাশ করেন নিকোলাস পুরানেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement