Harry Brook Copies Rishabh Pant

ইংল্যান্ডের মাটিতে আবার দেখা গেল পন্থের সেই সমারসল্ট! ঋষভকে নকলের চেষ্টা ইংরেজ ব্যাটারেরই

ইংল্যান্ডে শেষ টেস্ট খেলতে না পারলেও চার টেস্টেই নজর কেড়েছেন ঋষভ পন্থ। এখনও তাঁর প্রভাব রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপর। পন্থকে নকল করার চেষ্টা করেছেন হ্যারি ব্রুক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৪:২১
Share:

হেডিংলেতে ঋষভ পন্থের সেই সমারসল্ট। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের মাটিতে নজর কেড়েছেন ঋষভ পন্থ। ওভালে শেষ টেস্ট খেলতে না পারলেও বাকি চার টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। টেস্ট সিরিজ় শেষ হয়ে গেলেও পন্থের প্রভাব রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপর। পন্থকে নকল করার চেষ্টা করেছেন হ্যারি ব্রুক।

Advertisement

হেডিংলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করে ‘সমারসল্ট’ করে উল্লাস করেছিলেন পন্থ। এই সিরিজ়ের আগে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে শতরান করেও ডিগবাজি খেয়েছিলেন তিনি। পন্থের সেই ডিগবাজি নকল করার চেষ্টা করেছেন ব্রুক।

ভারত-ইংল্যান্ড সিরিজ় শেষে সে দেশে শুরু হয়েছে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতা। সেখানেই দেখা গিয়েছে সেই ছবি। খেলা শুরুর আগে মাঠে ঢোকার সময় ডিগবাজি খাওয়ার চেষ্টা করেছেন ব্রুক। তবে একেবারে পন্থের মতো পারেননি তিনি। পন্থ করেছিলেন ‘সমারসল্ট’। ব্রুক করেছেন ‘কার্টহুইল।’ কাছেই দাঁড়িয়েছিলেন সতীর্থ জাক ক্রলি। ডিগবাজি খাওয়ার পর ক্রলির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ব্রুককে।

Advertisement

সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অইন মরগ্যান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তা দেখে বলেন, “ওর গা ঘামানো দেখে বেশ ভাল লাগছে। বেশ অন্য রকম। আমরা বেশি ক্রিকেটারকে এটা করতে দেখি না। তবে ডিগবাজি খাওয়ার পর দেখে মনে হচ্ছিল, ব্রুক খুব গর্বিত হয়েছে।”

পরে আবার ব্রুকের ডিগবাজির প্রসঙ্গ আসে। তখন মরগ্যান বলেন, “আমার মনে হয় সতীর্থদের সঙ্গে ওর বাজি লেগেছিল। ওরা হয়তো বলেছিল, ব্রুক পারবে না। সেটাই ও করে দেখিয়েছে। আমরা হেডিংলেতে পন্থকে দেখেছি ডিগবাজি খেতে। তবে ও পুরো সমারসল্ট করেছিল। ব্রুক সেটা করেনি। ও নিজের মতো কিছুটা নতুনত্ব এনেছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে ৪৭৯ রান করেছেন পন্থ। ৬৮.৪২ গড়ে রান করেছেন তিনি। হেডিংলেতে দুই ইনিংসেই শতরান করেছেন পন্থ। পাশাপাশি সিরিজ়ে তিনটে অর্ধশতরানও করেছেন ভারতীয় উইকেটরক্ষক। ম্যাঞ্চেস্টারে ভাঙা পায়ে ব্যাট করতে নেমে অর্ধশতরানের ইনিংস খেলেছেন পন্থ। তাঁর সাহসী ইনিংসের প্রশংসা হয়েছে।

সিরিজ়ে পন্থের থেকে ২ রান বেশি করেছেন ব্রুত। পাঁচ টেস্টে ৪৮১ রান করেছেন তিনি। ৫৩.৪৪ গড়ে রান করেছেন ব্রুক। সিরিজ়ে দুটো শতরান ও দুটো অর্ধশতরান করেছেন ব্রুক। ওভালে তাঁর শতরান আর একটু হলে ইংল্যান্ডকে সিরিজ় জিতিয়ে দিচ্ছিল। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে যান তিনি। সেখান থেকে ম্যাচে ফিরে শেষ পর্যন্ত জিতে যায় ভারত। ২-২ ড্র হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement