রবিবার হারের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ছবি: রয়টার্স
দুই ইনিংস মিলিয়ে এজবাস্টনে ১০১৪ রান দিয়েছেন ইংল্যান্ডের বোলারেরা। তাঁদের এই পারফরম্যান্স চিন্তা বাড়িয়েছে বেন স্টোকসের। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু তৃতীয় টেস্ট। তার আগে দলের বোলিং আক্রমণ শক্তিশালী করার চেষ্টা করছে ইংল্যান্ড। দলে নেওয়া হয়েছে আরও এক পেসারকে। লর্ডসে ইংল্যান্ডের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে।
এজবাস্টন টেস্টের আগেই চোট সারিয়ে দলে ফিরেছেন জফ্রা আর্চার। কিন্তু তাঁকে খেলানো হয়নি। লর্ডসে কি আর্চার খেলবেন? সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে ইংরেজ অধিনায়ক স্টোকস বলেন, “সেই সিদ্ধান্ত এখনও নিইনি। ওকে এই টেস্টের আগে নেওয়া হয়েছিল, যাতে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পায়। প্রস্তুতি নেওয়ার সময়ও আর্চার পেয়েছে। লর্ডসে নামার আগে সকলের কথাই আমরা ভেবে দেখব। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে কারা খেলবে।”
শুধু আর্চার নন, লর্ডস টেস্টের আগে ইংল্যান্ডের দলে নেওয়া হয়েছে গাস অ্যাটকিনসনকেও। শেষ বার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মে মাসে খেলেছিলেন অ্যাটকিনসন। সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ফলে ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। আর্চার ও অ্যাটকিনসন ফিরলেও আরও দুই পেসার মার্ক উড ও ওলি স্টোন এখনও চোট সারিয়ে ফিরতে পারেননি।
প্রথম ও দ্বিতীয় টেস্টে একই বোলিং আক্রমণ খেলিয়েছে ইংল্যান্ড। তিন বিশেষজ্ঞ পেসার ব্রাইডন কার্স, জশ টং ও ক্রিস ওকসের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসাবে খেলেছেন শোয়েব বশির। কার্স দুই টেস্টেই নজর কেড়েছেন। কিন্তু দ্বিতীয় টেস্টে টং ও ওকস তেমন কিছু করতে পারেননি। ওকস ব্যাট হাতেও ব্যর্থ। ফলে তৃতীয় টেস্টে তাঁদের বদলে আর্চার ও অ্যাটকিনসন ইংল্যান্ডের প্রথম একাদশে ঢুকতে পারেন। সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
তৃতীয় টেস্টের আগে ইংল্যান্ড দল— বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির, জেকব বেথেল, স্যাম কুক, জেমি ওভারটন, জফ্রা আর্চার ও গাস অ্যাটকিনসন।