ক্রিকেটারদের হাতে কালো আর্মব্যান্ড। ছবি: রয়টার্স।
ব্রিটেনে জন্ম নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ডেভিড সিড লরেন্স প্রয়াত। ৬১ বছর বয়স হয়েছিল তাঁর। রবিবার গ্লুস্টারশায়ার কাউন্টি ক্লাব একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে। লরেন্সকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা।
বছরখানেক আগে লরেন্স জানিয়েছিলেন, তিনি স্নায়ুর রোগে ভুগছেন। সেই লড়াইয়ে জিততে পারলেন না তিনি। ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন অনুপ্রেরণামূলক কাজ করেছেন তিনি। গ্লুস্টারশায়ারের প্রেসিডেন্ট ছিলেন তিনি। সময়ের থেকে এগিয়ে ভাবার জন্য তাঁর সুখ্যাতি ছিল।
১৯৮৮-৯২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন। ২৮ বছর বয়সে অকালে তাঁর ক্রিকেটজীবন শেষ হয়ে যায়। ওয়েলিংটনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বল করতে গিয়ে খারাপ ভাবে পড়ে গিয়ে হাঁটু ঘুরে যায়। ইংল্যান্ডে কাউন্টি সার্কিটে দ্রুততম বোলার হিসাবে পরিচিতি ছিল তাঁর। ১৯৯১-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি টেস্টের ইনিংসে পাঁচ উইকেট নেন। ভিভ রিচার্ডসের উইকেটও নিয়েছিলেন তিনি। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একমাত্র এক দিনের ম্যাচ খেলেন। ৬৭ রানে ৪ উইকেট নেন। গ্লুস্টারশায়ারের হয়ে ২৮০টি ম্যাচে ৬২৫ উইকেট নিয়েছেন।
২০২৪ সালে মোটর নিউরন ডিজ়িজ়ে (এমএনডি) আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন লরেন্স। এতে মস্তিষ্ক এবং স্নায়ুতে প্রভাব পড়ে। এখনও পর্যন্ত এর কোনও চিকিৎসা আবিষ্কৃত হয়নি। ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, লরেন্সের প্রতি শ্রদ্ধা কালো আর্মব্যান্ড পরে নেমেছেন ক্রিকেটারেরা।