IPL 2025

প্রথম দিনেই লম্বা ছক্কা! আইপিএলের প্রস্তুতি শুরু ধোনির

চেন্নাইয়ে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও। সেই অনুশীলনের প্রথম দিনেই একের পর এক ছক্কা মারতে দেখা গেল তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৩:৫০
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আইপিএলের আগে ১০ দিনের ক্যাম্প করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে সেই ক্যাম্পে যোগ দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও। সেই অনুশীলনের প্রথম দিনেই একের পর এক ছক্কা মারতে দেখা গেল তাঁকে।

Advertisement

চেন্নাইয়ের তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায় প্রথমে কয়েকটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও তার পর ছক্কা হাঁকাতে শুরু করেন ধোনি। স্পিনারদের বিরুদ্ধে ছক্কা মারেন তিনি। প্রায় এক বছর পর কঠোর অনুশীলনে যোগ দিলেন ধোনি। শুরুতে তাঁকে একটু সমস্যায় পড়তে দেখা যায়।

ধোনি ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়-সহ ভারতীয় ক্রিকেটারদের প্রায় সকলেই চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন। ব্যাটিং কোচ শ্রীধরণ শ্রীরাম রয়েছেন অনুশীলনে। তবে প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এখনও অনুশীলনে যোগ দেননি। ধোনির সঙ্গে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও। ভারতীয় স্পিনারকে চেন্নাই কিনেছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে। ধোনিকে দেখা যায় খলিল আহমেদের সঙ্গেও কথা বলতে। চেন্নাই দলে রয়েছেন তিনিও। সেই সঙ্গে এ বারের নিলামে রাহুল ত্রিপাঠিকেও কিনেছে চেন্নাই। তিনিও অনুশীলনে যোগ দিয়েছেন।

Advertisement

এ বারের আইপিএলের পরেই ধোনি অবসর নেবেন কি না তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। বুধবার তাঁকে কালো টিশার্ট, ট্রাউজ়ার্স এবং রোদচশমা পরে চেন্নাই বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছিল। কালো টিশার্টের উপর সাদা রং দিয়ে সাঙ্কেতিক ভাষায় (মোর্স কোড, টেলিগ্রামে ব্যবহার করা হত) লেখা ছিল। যার অর্থ ‘শেষ বারের মতো’। তা হলে কি এ বার আইপিএল খেলেই অবসর নেবেন ধোনি? ভারতের প্রাক্তন অধিনায়ক অবসর নিয়ে মুখ খোলেননি কখনও। গত বার আইপিএলের সময়ও তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তখনও চুপ ছিলেন মাহি। এ বার চেন্নাই শিবিরে যোগ দেওয়ার আগে টিশার্টের সাঙ্কেতিক ভাষায় কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটার?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement