Pakistan Cricket

‘পাকিস্তানের ম্যাচের সম্প্রচার পাড়ার ক্রিকেটের মতো’, রেগে গেলেন প্রাক্তন বোর্ড কর্তা রামিজ রাজা

পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজ়ের সম্প্রচারের মান নিয়ে খুশি নন রামিজ়। বেজায় চটেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২১:১৪
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

এক সময় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পরে বোর্ডের প্রধানের দায়িত্ব সামলেছেন। সেই রামিজ় রাজা বেজায় চটেছেন। পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজ়ের সম্প্রচারের মান নিয়ে খুশি নন রামিজ়।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রামিজ়। তিনি বলেছেন, “খুব খারাপ সম্প্রচার হচ্ছে এই সিরিজ়ের। এটা আমার ভাল লাগেনি। মনে হচ্ছে যেন কোনও ক্লাব ক্রিকেট দেখছি। এটা কোনও আফ্রিকার দেশ ক্রিকেট খেলছে না। মাত্র দুটো ক্যামেরা। ডিআরএস নেই। ভাল শট দেখার মজা নেই। না বোলিং দেখে আনন্দ হচ্ছে। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা ভাল নয়। পাকিস্তানের ক্রিকেট অনেকে দেখে, পছন্দও করে। বিশ্বের সামনে এই ভাবে পাকিস্তানের ক্রিকেটকে দেখানো উচিত নয়। এই ভাবে দেখালে আমাদের ক্রিকেটকে খুব মাঝারি মানের মনে হয়।”

পাকিস্তান বোলারদের নিয়ে খুশি নন রামিজ়। তিনি বলেন, “আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০০ রান (১৯৩ রান করেছিল আয়ারল্যান্ড) দিয়ে দিয়েছে। বোলারেরা পিছিয়ে রয়েছে। আয়ারল্যান্ড যদি মহম্মদ রিজ়ওয়ান আর ফখর জমনের ক্যাচ ধরে নিত তাহলে জেতা কঠিন হয়ে যেত পাকিস্তানের জন্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এত রান দিলে আগামী দিনে অন্য দলের বিরুদ্ধে জেতা কঠিন হয়ে যাবে।”

Advertisement

আয়ারলায়ন্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হেরে যায় পাকিস্তান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেটাই তাদের প্রথম হার। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ়ে ফিরে এসেছে পাকিস্তান। মঙ্গলবার তৃতীয় ম্যাচ যে জিতবে সিরিজ় তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement