সুরেশ রায়না। ছবি: এক্স।
বেআইনি বেটিং অ্যাপের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সুরেশ রায়নাকে সমন পাঠিয়েছিল ইডি। তদন্তে সাহায্য করতে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তাঁকে ১০টি প্রশ্ন করেছেন তদন্তকারী আধিকারিকেরা।
বেআইনি বেটিং অ্যাপটির প্রচারের অন্যতম মুখ ছিলেন রায়না। তাঁর বিরুদ্ধে মানুষকে প্রভাবিত করার অভিযোগ ছিল। অভিযুক্ত সংস্থাটির সঙ্গে সম্পর্ক নিয়ে রায়নাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে রায়নাকে জিজ্ঞেস করা ১০টি প্রশ্ন প্রকাশ করেছে। দেখে নেওয়া যাক প্রাক্তন অলরাউন্ডারকে কী কী প্রশ্ন করেছেন ইডি আধিকারিকেরা?
১) অ্যাপের প্রসার এবং প্রচারে আপনার কী ভূমিকা ছিল? আপনি কি এই ধরনের আরও অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন?
২) আপনি কি জানেন, আপনি যে বেটিং সংস্থাগুলোর হয়ে প্রচার করেছেন, সেগুলোকে ভারতের আইন অনুযায়ী বেআইনি ঘোষণা করা হয়েছিল?
৩) আপনি কি অভিযুক্ত সংস্থার সঙ্গে ব্যবসায়িক বা আর্থিক চুক্তি বা আর্থিক লেনদেনের বিবরণ দিতে পারবেন?
৪) বিজ্ঞাপনে ব্যবহার করা কিউআর কোড বা ছদ্মনাম ব্যবহারকারীদের বৈআইনি অ্যাপে নিয়ে যেত। এ ব্যাপারে কি আপনাকে অবহিত করা হয়েছিল?
৫) প্রচারের কাজ করার জন্য আপনি কি টাকা পেয়েছেন?
৬) যদি টাকা পেয়ে থাকেন, তা হলে কী ভাবে বা কোন অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল?
৭) আপনি বা আপনার প্রতিনিধিরা কি বেটিং প্ল্যাটফর্মের প্রচারে সম্মত হওয়ার আগে তার বৈধতা সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন?
৮) আপনি কি জানেন এই প্ল্যাটফর্মগুলো কারচুপি করা অ্যালগরিদম ব্যবহার করত? দক্ষতা ভিত্তিক খেলার পরিবর্তে জুয়া হিসাবে চিহ্নিত করত?
৯) প্রচারের কাজ চলার সময় আপনার সঙ্গে কি প্ল্যাটফর্মের অপারেটরদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল?
১০) যে সব জায়গায় অনলাইন বেটিং নিষিদ্ধ, সেই সব জায়গাতেও কি আপনি প্রচার করেছেন? না কি শুধু সেই সব জায়গায় প্রচার করেছেন, যে সব জায়গায় দক্ষতা-ভিত্তিক খেলাগুলো আইনত অনুমোদিত?
শুধু রায়না নন, সংস্থাটির হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, যুবরাজ সিংহ, অভিনেতা সনু সুদ এবং উর্বশী রৌতেলা। তদন্তের স্বার্থে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকেরা।