Virat Kohli

লন্ডনে কোথায় থাকেন কোহলি? ফাঁস করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার

দেশের হয়ে খেলা না থাকলে সাধারণত লন্ডনেই থাকেন বিরাট কোহলি। তবে সেই শহরের কোথায় তিনি থাকেন তা এখনও সকলের অজানা। সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রিট ফাঁস করেছেন কোহলির বাড়ির ঠিকানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১২:৫৩
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

দেশের হয়ে খেলা না থাকলে সাধারণত লন্ডনেই থাকেন বিরাট কোহলি। দেশে ছবিশিকারী এবং অনুরাগীদের ‘ভালবাসার অত্যাচার’ থেকে বাঁচতে বেশ কয়েক বছর ধরেই অবসর সময়টা লন্ডনে কাটান। তবে সেই শহরের কোথায় তিনি থাকেন তা এখনও সকলের অজানা। সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট ফাঁস করেছেন কোহলির বাড়ির ঠিকানা। তাঁর মতে, কোহলি থাকেন সেন্ট জন্‌স উড এলাকায়।

Advertisement

ভারত-ইংল্যান্ড সিরিজ়ে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রট হঠাৎই বলে বসেন, “আচ্ছা কোহলি এখন সেন্ট জন্‌স উড বা তার কাছাকাছি কোথায় একটা থাকে না? ওকে কি ভারতের টেস্ট দলে আবার ফেরানো যায় না?” উল্লেখ্য, এর আগে ইংল্যান্ডের এক সংবাদপত্র দাবি করেছিল যে কোহলি থাকেন নটিং হিল এলাকায়। সেন্ট জন্‌স উডের থেকে যেটি প্রায় চার কিলোমিটার দূরে।

ইংল্যান্ডে থাকলেও এখনও ভারতের কোনও টেস্ট দেখতে যাননি কোহলি। তবে উইম্বলডন দেখতে গিয়েছিলেন সোমবার। সেন্টার কোর্টে স্ত্রী অনুষ্কা শর্মাকে পাশে নিয়ে দেখেন নোভাক জোকোভিচের ম্যাচ। ভারতীয় দল পরের টেস্ট খেলবে লন্ডনের লর্ডসে। এখন দেখার সেই ম্যাচ কোহলি দেখতে আসেন কি না।

Advertisement

এজবাস্টনে ভারত জেতার পর কোহলি সমাজমাধ্যমে লিখেছিলেন, “এজবাস্টনে অসাধারণ ম্যাচ জিতল ভারত। ভয়ডরহীন ক্রিকেট খেলে ইংল্যান্ডকে দেওয়ালে ঠেসে ধরেছিল। ব্যাটে এবং মাঠে দলকে দারুণ ভাবে নেতৃত্ব দিল শুভমন। প্রত্যেকে ভাল খেলেছে। যে ভাবে বল করল তার জন্য আলাদা করে সিরাজ এবং আকাশের প্রশংসা প্রাপ্য।”

এখন শুধুমাত্র এক দিনের ক্রিকেটে খেলেন কোহলি। বাংলাদেশ সিরিজ় স্থগিত হয়ে যাওয়ায় মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে তাঁকে। চলতি বছর অক্টোবর মাসের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে এক দিন ও পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে হবে সেই সিরিজ়। সেই সফরে নিশ্চয়ই যাবেন কোহলি। অর্থাৎ, সাড়ে তিন মাস পরে তাঁকে আবার দেশের জার্সিতে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement