Dilip Vengsarkar

হেডেন ‘ভণ্ড’! গম্ভীর-ফর্টিস বিতণ্ডা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটারের সঙ্গে লেগে গেল বেঙ্গসরকারের

গৌতম গম্ভীরের সঙ্গে লি ফর্টিসের বিতণ্ডা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন ম্যাথু হেডেন। প্রশ্ন তোলেন গম্ভীরের আচরণ নিয়ে। এ বার তাঁকে ভণ্ড বলে পাল্টা আক্রমণ করলেন দিলীপ বেঙ্গসরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:৪৫
Share:

(বাঁ দিকে) ম্যাথু হেডেন এবং দিলীপ বেঙ্গসরকার (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের দু’দিন আগে ওভালের পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর। আঙুল উঁচিয়ে তর্ক করেন গম্ভীর। সেই ঘটনা নিয়ে ম্যাথু হেডেন বলেছিলেন, ভারতীয় দলের কোচের থেকে আরও ভদ্র আচরণ প্রত্যাশিত। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটারকে এ বার জবাব দিলেন দিলীপ বেঙ্গসরকার। হেডেনকে ভণ্ড বলে আক্রমণ করেছেন বেঙ্গসরকার।

Advertisement

এক সাক্ষাৎকারে হেডেন বলেছিলেন, “গম্ভীর নিজের কথা বলেছে। সেটা বলার সম্পূর্ণ অধিকার ওর আছে। কিন্তু আমার মনে হয়, ও আরও একটু ভদ্র ভাবে কথা বলতে পারত। গলার স্বর আরও একটু নামিয়ে কথা বলতে পারত। তা হলে এই বিতর্ক হত না।” তাঁর এই বক্তব্যে চটেছেন বেঙ্গসরকার।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে কাছ থেকে পিচ দেখার পূর্ণ অধিকার রয়েছে গম্ভীরের। কোনও দল ভারত সফরে এলে কোচ বা অধিনায়ক তো বটেই, প্রায় গোটা দলই পিচ দেখতে চলে যায়। সে দেশের সংবাদমাধ্যমও পিচ পরীক্ষা করে। তাদের কেউ কিছু বলে না। তা হলে ইংল্যান্ডে খেলা হলে নিয়ম কী ভাবে আলাদা হয়!’’ এর পরই তিনি হেডেনের উদ্দেশে বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার সঙ্গে একই ঘটনা ঘটলেও কি হেডেন এই অবস্থানে অনড় থাকবে?’’

Advertisement

বেঙ্গসরকার সম্ভবত ক্রিকেট মাঠে অস্ট্রেলীয়দের আগ্রাসী মানসিকতার কথা বলতে চেয়েছেন। হেডেনের মন্তব্যকে ভণ্ডামি বা দ্বিচারিতা হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement