IPL 2025

বোর্ডের চাকরি ছাড়লেন দ্রাবিড়ের প্রাক্তন সহকারী, যোগ দিলেন রাহুলেরই আইপিএল দলে

ভারতীয় দলে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসাবে এক সময় কাজ করেছেন তিনি। তখন কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সেই সাইরাজ বাহুতুলে এ বার বোর্ডের চাকরি ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০০
Share:

রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। ছবি: সমাজমাধ্যম।

ভারতীয় দলে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসাবে এক সময় কাজ করেছেন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে গত বছর শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলেন। সেই সাইরাজ বাহুতুলে এ বার বোর্ডের চাকরি ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন। আবার রাজস্থান রয়্যালসেই যাচ্ছেন তিনি। স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে বাহুতুলেকে। অতীতে বাংলার রাজ্য দলের কোচ হিসাবেও কাজ করেছেন বাহুতুলে।

Advertisement

২০১৮-২১ পর্যন্ত রাজস্থানের সঙ্গে আইপিএলে কাজ করেছেন বাহুতুলে। তার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গে যুক্ত ছিলেন। দ্রাবিড় জাতীয় দলের কোচ থাকার সময় যেমন তাঁর সঙ্গে কাজ করেছেন, তেমনই গম্ভীরের সঙ্গেও ভারতের ডাগআউটে দেখা গিয়েছে বাহুতুলেকে। আবার তিনি আইপিএলে ফিরছেন।

রাজস্থানের বোলিং কোচ শেন বন্ড। তাঁর সঙ্গে কাজ করবেন বাহুতুলে। দ্রাবিড় তো রয়েছেনই। এক ওয়েবসাইটে বাহুতুলে বলেছেন, “রাজস্থানের সঙ্গে কথাবার্তা এখনও চলছে। তবে যোগ দেওয়া প্রায় চূড়ান্ত। ছোটখাটো ব্যাপার নিয়ে এখনও আলোচনা চলছে। রাহুলের সঙ্গে আবার কাজ করতে পারব ভেবে খুব খুশি। ২০২৩ সালে বর্ডার-গাওস্কর ট্রফির সময় ও-ই আমাকে জাতীয় দলে নিয়ে এসেছিল। ওর সঙ্গে শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলাম। পুনর্মিলনের অপেক্ষা করছি।”

Advertisement

দেশের হয়ে দু’টি টেস্ট এবং পাঁচটি এক দিনের ম্যাচ খেলেছেন বাহুতুলে। রাজস্থান দলে এ বার রয়েছেন জফ্রা আর্চারের মতো বোলার। এ ছাড়া তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, আকাশ মাধোয়াল এবং ফজলহক ফারুকির সঙ্গে কাজ করবেন বাহুতুলে। স্পিনারদের মধ্যে রয়েছেন মাহিশ থিকশানা, কুমার কার্তিকেয় এবং ওয়ানিন্দু হাসরঙ্গ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement