হরভজন সিংহ। —ফাইল চিত্র।
পঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন হরভজন সিংহ। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন পঞ্জাবের ছেলে। কঠিন সময়ে নিজের রাজ্যের মানুষকে সাহায্য করেছেন তিনি। রাজ্যসভার সাংসদ হরভজন নিজের সাংসদ তহবিলের টাকা থেকে ৮টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন। পাশাপাশি নিজের টাকায় আরও ৩টি যন্ত্রচালিত নৌকা কিনে দিয়েছেন তিনি। নৌকার পাশাপাশি অ্যাম্বুল্যান্সও দান করেছে ভাজ্জি। বন্যাদুর্গতদের জন্য ৫০ লক্ষ টাকাও তুলে দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই হরভজনের এই সাহায্যের কথা জানিয়েছে। তারা বলেছে, মোট ১১টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন হরভজন। যে সব এলাকায় জল জমে রয়েছে সেখান থেকে মানুষদের নিরাপদে বার করার জন্য ও যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করেছেন তিনি। প্রতিটি নৌকার দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য দিয়েছেন অ্যাম্বুল্যান্স।
আর্থিক সাহায্যের জন্য বন্ধুদেরও এগিয়ে আসার আহ্বান করেছেন হরভজন। ইতিমধ্যেই তিনি ৫০ লক্ষ টাকা তুলে দিয়েছেন। জানা গিয়েছে, হরভজনের ডাকে ক্রিকেটের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা এগিয়ে এসেছে। তারাও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে।
গত কয়েক দিনে বন্যায় বিপর্যস্ত পুরো পঞ্জাব। অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশির ভাগ জেলা জলের তলায়। একরের পর একর ফসল নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে অনেক পঞ্জাবি অভিনেতা ও গায়ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় এ বার জুড়লেন হরভজন।
গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিলেন হরভজন। ম্যাচ থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। পরে আরও কয়েক জন ক্রিকেটার তা করেন। শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। সেমিফাইনালে আবার মুখোমুখি হয়েছিল দু’দল। ভারত প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেয়। কয়েক দিন আগে ২০০৮ সালে আইপিএলে এস শ্রীসন্থকে হরভজনের চড় মারার ভিডিয়ো ভাইরাল করেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। সেই ঘটনায় ললিতকে নিশানা করেছিলেন হরভজন। এ বার আরও একটি কাজে শিরোনামে তিনি।