(বাঁ দিক থেকে) হিনায়া, হরভজন সিংহ ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।
এই মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁর অবসরে অবাক হয়েছিলেন হরভজন সিংহ। অবাক হয়েছিল হরভজনের ৯ বছরের কন্যা হিনায়াও। সে মেসেজ করেছিল কোহলিকে। কী কথা হয়েছিল দু’জনের মধ্যে? তা জানিয়েছেন হরভজন।
হরভজন জানিয়েছেন, কোহলি এখন কেন অবসর নিলেন তার কারণ তিনি বুঝতে পারেননি। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমি বুঝতে পারিনি কেন কোহলি অবসর নিল। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘বাবা, কেন কোহলি অবসর নিল? আমি ওকে মেসেজ করতে চাই।’ ও কোহলিকে মেসেজে লেখে, ‘আমি হিনায়া। তুমি কেন অবসর নিলে?’ কোহলির এই সিদ্ধান্ত ওকেও ধাক্কা দিয়েছিল। জবাবে কোহলি লিখেছিল, ‘বেটা, এটাই সময়।’ হিনায়ার কথা শুনে ও হাসছিল।”
কোহলি অবসর নেওয়ার পরেই সমাজমাধ্যমে হরভজন লিখেছিলেন, “এখনই কেন বিরাট?” পরে তিনি জানান, এখনও দু’তিন বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন কোহলি। তাঁর ফিটনেস নিয়ে কোনও সমস্যা ছিল না। ব্যাটে রান একদম ছিল না তা-ও নয়। এক-দুটো সিরিজ় কারও খারাপ যেতেই পারে। হরভজনের পাশাপাশি তাঁর কন্যাও যে কোহলির সিদ্ধান্তে অবাক হয়েছিল তা জানিয়েছেন ভাজ্জি।
মে মাসে অবসর ঘোষণা করলেও কোহলি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এপ্রিল মাসেই। ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, এপ্রিলের শুরুতেই বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিল। কিন্তু কারও অনুরোধ শোনেননি কোহলি। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
ভারতের হয়ে ১২৩টা টেস্ট খেলেছেন কোহলি। ৯২৩০ রান করেছেন তিনি। ৪৬.৮৫ গড়ে রান করেছেন কোহলি। টেস্টে ৩০টা শতরান ও ৩১টা অর্ধশতরান করেছেন কোহলি।