Virat Kohli and Rohit Sharma

রোহিত, কোহলির অবসরের ভবিষ্যদ্বাণী! জল্পনা শুরু হতেই অশ্বিনের দাবি, ‘ওটা আমি নই’

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে কি সত্যিই ভবিষ্যদ্বাণী করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন? জল্পনা শুরু হতেই মুখ খুললেন অশ্বিন। কী বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ২১:১৪
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ক্রিকেট খেলার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেটের বিশ্লেষণ করে থাকেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে কথা বলে থাকেন তিনি। সেখানেই কি বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অশ্বিন? জল্পনা শুরু হতেই মুখ খুললেন অশ্বিন। কী বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার?

Advertisement

কয়েক দিন আগে সমাজমাধ্যমে অশ্বিনের একটি কথা ছড়িয়ে পড়েছিল। সেখানে নাকি তিনি বলেছিলেন, “যত দূর জানি রোহিত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলার কথা ভাবছে। তবে কোহলি খুব তাড়়াতাড়ি অবসর নেবে। ওর সঙ্গে কয়েক মাস আগে এই বিষয়েই আমার কথা হয়েছে। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চায় কোহলি।”

এই কথা ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় জল্পনা। সত্যিই কি তবে অবসর নিতে চাইছেন কোহলি? এ বার মুখ খুলেছেন অশ্বিন। তিনি জানিয়েছেন, এই রকমের কোনও কথা তিনি বলেননি। অশ্বিন বলেন, “দেখে ভাল লাগছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও মানুষ সুন্দর গল্প বানাচ্ছে। খুব সুন্দর চিত্রনাট্য। কিন্তু মুখ্য চরিত্রে আমাকে ভাবার আগে আমার সঙ্গে একটু কথা বলে নিলে ভাল হয়। আমি কিছুই বলিনি। যার নামে ওই খবর ছড়াচ্ছে ওটা আমি নই।”

Advertisement

আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত কোহলি ও রোহিত। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন তাঁরা। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে চারটি ম্যাচই জিতেছে ভারত। ভাল ছন্দে রয়েছেন কোহলি। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ফাইনাল জিতে দেশকে আরও একটি আইসিসি ট্রফি দিতে তৈরি হচ্ছেন রোহিত ও কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement