R Ashwin Unsold in ILT20 Auction

ধাক্কা অশ্বিনের! বিদেশের লিগে নিলামে নিজের দাম সবচেয়ে বেশি রেখেছিলেন, কিনল না কোনও দলই

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর বিদেশের লিগে খেলতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু দলই পেলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ২১:৩০
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

সবচেয়ে বেশি ন্যূনতম মূল্য ছিল তাঁর। অর্থাৎ, নিজেই নিজের দাম সবচেয়ে বেশি ধরেছিলেন। সকলে ভেবেছিলেন তাঁকে নিতে কাড়াকাড়ি হবে দলগুলির মধ্যে। কিন্তু দলই পেলেন না রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর বিদেশের লিগে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিলাম থেকে খালি হাতে ফিরতে হল অশ্বিনকে।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি২০ লিগে অশ্বিনেক ন্যূনতম মূল্য ছিল ১ কোটি টাকা। সেটাই সবচেয়ে বেশি। অশ্বিনের নাম ঘোষণার পর দেখা যায়, কোনও দল তাঁকে কিনতে আগ্রহ দেখাচ্ছে না। শেষ পর্যন্ত দল পাননি তিনি। একই অবস্থা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন পেসার জেমস অ্যান্ডারসন ও পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমিরের। তাঁদেরও কোনও দল কেনেনি।

এখনও পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৩৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অশ্বিন। তাতে ৩১৭ উইকেট নিয়েছেন। রান করেছেন ১২৩৩। আইপিএলে পাঁচ দলের হয়ে মোট ২২১ ম্যাচ খেলেছেন অশ্বিন। ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। এত অভিজ্ঞতার পরেও আমিরশাহির লিগে দল পেলেন না অশ্বিন।

Advertisement

চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অবশ্য খেলেছেন তিনি। আমিরশাহির লিগে সুযোগ না পেলেও বিদেশের লিগে খেলা আটকাচ্ছে না অশ্বিনের। এর আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার কিনেছে অশ্বিনকে। আমিরশাহির লিগে অশ্বিনকে কেউ না কেনায় মুখে হাসি ফুটবে সিডনির দলের। কারণ, এ বার অশ্বিনকে বিগ ব্যাশের পুরো প্রতিযোগিতায় পাবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement