Saim Ayub ICC's Number 1 T20I Allrounder

এশিয়া কাপে চার ম্যাচে শূন্য রানে আউট, তবু আইসিসি তালিকায় শীর্ষে উঠলেন পাক ক্রিকেটার, ছাপিয়ে গেলেন হার্দিককে!

এশিয়া কাপে জঘন্য ব্যাট করেছেন সাইম আয়ুব। তার পরেও আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন পাকিস্তানের ব্যাটার। ভারতের হার্দিক পাণ্ড্যকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ২০:৩২
Share:

এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে আউট হয়ে ফিরছেন সাইম আয়ুব। ছবি: রয়টার্স।

খারাপ খেলেও পুরস্কার পেলেন সাইম আয়ুব। এশিয়া কাপে জঘন্য ব্যাট করেছেন তিনি। চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তার পরেও আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন পাকিস্তানের ব্যাটার। ভারতের হার্দিক পাণ্ড্যকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

এশিয়া কাপে সাতটি ম্যাচেই ব্যাট করতে নেমেছেন সাইম। চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তার মধ্যে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে। প্রথমে ওপেন করছিলেন তিনি। খারাপ খেলায় তিন নম্বরে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। তার পরেও সাইমের ফর্ম ভাল হয়নি। সাত ম্যাচে মাত্র ৩৭ রান করেছেন সাইম। ৫.২৮ গড় ও ৯৭.৩৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। এই ৩৭ রানের মধ্যে ফাইনালেই ভারতের বিরুদ্ধে এসেছে ২১ রান।

ব্যাট হাতে রান না পেলেও আইসিসি ক্রমতালিকায় উন্নতি হয়েছে সাইমের। নেপথ্য কারণ তাঁর বোলিং। এশিয়া কাপে মোট ৮ উইকেট নিয়েছেন সাইম। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। তবে তাঁর উপরে যাঁরা রয়েছেন তাঁরা প্রত্যেকে বিশেষজ্ঞ বোলার। সাইম সেখানে প্রতি ম্যাচে বল করেন না। ১৬ গড় ও ৬.৪০ ইকোনমি রেটে বল করেছেন পাকিস্তানের ক্রিকেটার।

Advertisement

বল ভাল করায় অলরাউন্ডারদের তালিকায় পদোন্নতি হয়েছে সাইমের। পাঁচ থেকে সরাসরি এক নম্বরে উঠেছেন তিনি। সাইমের রেটিং পয়েন্ট ২৪১। দ্বিতীয় স্থানে থাকা হার্দিকের রেটিং পয়েন্ট ২৩৩।

এত দিন শীর্ষে ছিলেন হার্দিক। ভারতীয় অলরাউন্ডার এশিয়া কাপে খারাপ খেলায় সাইমের সুবিধা হয়েছে। হার্দিক ছ’টি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৮.৫৭ রান দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও ছয় ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন তিনি। ১৬ গড় ও ১২০ স্ট্রাইক রেটে রান করেছেন। অবশ্য হার্দিক চারটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। সাইম সেখানে সাতটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement