মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় দল। ছবি: আইসিসি।
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভারতের চার ক্রিকেটার। রবিবার ফাইনালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করেছে। তাতে রয়েছেন বিশ্বজয়ী চার ক্রিকেটার।
একপেশে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় বার মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে পর পর দু’বার চ্যাম্পিয়ন হল ভারত। নিকি প্রসাদের দলের একাধিক ক্রিকেটারের পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া গোঙ্গাদি তৃষা। তিনি ছাড়া ভারতের আরও তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন প্রতিযোগিতার সেরা একাদশে। তাঁরা হলেন জি কমলীনি, আয়ুষী শুক্ল এবং বৈষ্ণবী শর্মা।
আইসিসি দল নির্বাচন করেছে দ্বাদশ ব্যক্তি-সহ। প্রথমেই নাম রয়েছে তৃষার। প্রতিযোগিতায় তিনি ৩০৯ রান করেছেন। তাঁর গড় ৭৭.২৫। স্ট্রাইক রেট ১৪৭.১৪। সর্বোচ্চ অপরাজিত ১০০। ব্যাটিং অর্ডারের চার নম্বরে রয়েছে কমলীনির নাম। প্রতিযোগিতায় তিনি ৩৫.৭৫ গড়ে ১৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১০৪.৩৭। সর্বোচ্চ অপরাজিত ৫৬। ব্যাটিং অর্ডারের ন’নম্বরে রয়েছেন আয়ুষী। ৫.৭১ গড়ে প্রতিযোগিতায় তিনি ১৪টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ৩.০১। তাঁর সেরা বোলিং ৮ রানে ৪ উইকেট। ব্যাটিং অর্ডারের ১১ নম্বরে আছেন বৈষ্ণবী। ৪.৩৫ গড়ে তিনি বিশ্বকাপে ১৭টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ৩.৩৬ রান। তাঁর সেরা বোলিং ৫ রানে ৫ উইকেট।
প্রথম একাদশে ভারতের চার জন ছাড়া আছেন। রানার্স দক্ষিণ আফ্রিকার দু’জন, ইংল্যান্ডের দু’জন, অস্ট্রেলিয়ার এক জন, নেপালের এক জন এবং শ্রীলঙ্কার এক জন ক্রিকেটার। দ্বাদশ ব্যক্তি হিসাবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার।
আইসিসির নির্বাচিত দল: গোঙ্গাদি তৃষা (ভারত), জিমা বোথা (দক্ষিণ আফ্রিকা), ড্যাভিনা পেরিন (ইংল্যান্ড), জি কমলীনি (ভারত), কাওইমে ব্রে (অস্ট্রেলিয়া), পূজা মাহাতো (নেপাল), কায়লা রেইনেকে (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), কেটি জোন্স (ইংল্যান্ড, উইকেটরক্ষক), আয়ুষী শুক্ল (ভারত), চামোদি প্রাবোদা (শ্রীলঙ্কা), বৈষ্ণবী শর্মা (ভারত), এনথাবিসেং নিনি (দক্ষিণ আফ্রিকা, দ্বাদশ ব্যক্তি)।