Womens Asia Cup 2022

পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশকে কী ভাবে উড়িয়ে দিল ভারত? জানালেন মন্ধানা

দল তাঁর নেতৃত্বে ঘুরে দাঁড়ানোয় খুশি মন্ধানা। তাঁর মতে, বাংলাদেশের বিরুদ্ধে জয় দলগত সাফল্য। পাকিস্তান ম্যাচে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য মন্ধানার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৭:২৮
Share:

দল জয়ে ফেরায় খুশি মন্ধানা। ফাইল ছবি।

পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাই ভারতকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। এশিয়া কাপে দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দিতে পারে খুশি মন্ধানা। প্রশংসা করেছেন সতীর্থদের।

Advertisement

পাকিস্তানের কাছে হতাশাজনক হারের পরের দিনেই দল যে ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে, তাতে খুশি মন্ধানা। সতীর্থদের প্রশংসা করে মন্ধানা বলেছেন, ‘‘মেয়েরা দুর্দান্ত ভাবে ফিরে এসেছে। পাকিস্তানের কাছে হারটা খুব হতাশার ছিল। ওই হারের পর এ ভাবে ফিরে আসতে পারা দারুণ। মেয়েদের জন্য আমি গর্বিত। আমার মতে, এটা দলগত জয়।’’

বাংলাদেশকে হারানোর জন্য শেফালি বর্মা এবং জেমাইমা রডরিগেজ়ের প্রশংসা করেছেন মন্ধানা। তিনি বলেছেন, ‘‘শেফালি আর জেমাইমা দারুণ ব্যাটিং করল। যদিও আমাদের কমপক্ষে আরও ১০ রান বেশি করা উচিত ছিল। পরে আমরা ডট বল করার চেষ্টা করেছি এবং বাংলাদেশের ব্যাটারদের ভুলের জন্য অপেক্ষা করেছি। আমাদের বোলাররাও বেশ ভাল বল করেছে।’’

Advertisement

নিজের ছন্দ নিয়েও খুশি মন্ধানা। বলেছেন, ‘‘দলের জন্য অবদান রাখতে পারলে সব সময়ই ভাল লাগে। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি।’’ মন্ধানার দাবি, পাকিস্তান ম্যাচ থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন। তা কাজে লাগিয়েই এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন