Kapil Dev

Kapil Dev: বিশ্বনাথে অনুপ্রাণিত কপিল

আমার প্রজন্মের ক্রিকেটারেরা ধারাভাষ্য শুনেই ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ০৫:১৭
Share:

কপিল দেব এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ।

রেডিয়োয় ধারাভাষ্য শোনার পর থেকেই গুণ্ডাপ্পা বিশ্বনাথের ভক্ত হয়ে ওঠেন কপিল দেব। কৈশোরে বিশ্বনাথই অনুপ্রেরণা ছিলেন কপিলের। এক অনুষ্ঠানে বলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৯৭৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কপিলের। তখন বিশ্বনাথ ভারতীয় দলের নিয়মিত সদস্য।

Advertisement

প্রয়াত যশদেব সিংহের আত্মজীবনীর উদ্বোধনে কপিল বলেছেন, ‘‘রেডিয়োয় ধারাভাষ্য শোনার পর থেকে বুঝে গিয়েছিলাম, গুণ্ডাপ্পা বিশ্বনাথ কী রকম ব্যাট করেন। নিজের চোখে দেখার আগেই ধারাভাষ্যের বর্ণনায় বুঝতে পেরেছিলাম, তাঁর ব্যাট করার ধরন কী রকম। বিশ্বনাথ আমাকে অনুপ্রাণিত করেছেন। ছোটবেলা থেকেই আমি ওঁর ভক্ত।’’

এখানেই না থেকে কপিল বলেছেন, ‘‘কব্জির মোচড়ে কী ভাবে একের পর এক বল বাউন্ডারিতে পাঠাতেন, তা ধারাভাষ্যের সৌজন্যেই জানতে পেরেছি। আমার কাছে বিশ্বনাথ তখন বিশ্বের এক নম্বর ব্যাটার।’’ তিনি আরও যোগ করেছেন ‘‘টিভি আসার আগে ধারাভাষ্যকারেরাই আসল ছবিটি তুলে ধরতেন তাঁদের কণ্ঠের মাধ্যমে। আমার প্রজন্মের ক্রিকেটারেরা ধারাভাষ্য শুনেই ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে। অনুপ্রাণিত হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন