IPL 2025

তিন শব্দে জবাব হার্দিকের, করমর্দন বিতর্কে শুভমনকে বার্তা মুম্বই অধিনায়কের, দূরত্ব কি মিটল?

শুক্রবার টসের সময়ের একটি ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়। টসের পরই শুভমন গিল ঘুরেছিলেন হার্দিক পাণ্ড্যের দিকে। হার্দিক ভেবেছিলেন হয়তো শুভমন হাত মেলাবেন। কিন্তু হাত সরিয়ে নেন শুভমন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:১৮
Share:

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য এবং শুভমন গিল (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

আইপিএলের এলিমিনেটর ম্যাচ শুরুর আগে শুভমন গিল এবং হার্দিক পাণ্ড্যের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিতর্ক সামলাতে শনিবার সমাজমাধ্যমে বার্তা দেন গুজরাত টাইটান্স অধিনায়ক। এ বার তিন শব্দে পাল্টা উত্তর দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

Advertisement

পরিস্থিতি সামলাতে শনিবার সমাজমাধ্যমে ভারতের নতুন টেস্ট অধিনায়ক একটি পোস্ট করেছিলেন। শুভমন লেখেন, ‘‘ভালবাসা ছাড়া কিছুই নেই’’ সঙ্গে দেন ভালবাসার ইমোজি। পরে বন্ধনীর মধ্যে শুভমন আরও লিখেন, ‘‘ইন্টারনেটে যা যা দেখেন, তার সব কিছু বিশ্বাস করবেন না।’’ সঙ্গে হার্দিকের সঙ্গে একাধিক ছবিও দিয়েছিলেন শুভমন।

তাঁর সেই পোস্টের জবাব সমাজমাধ্যমেই দিয়েছেন হার্দিক। রবিবার শুভমনকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন হার্দিক। শুভমনের পোস্টেই হার্দিকের বার্তা, ‘অলওয়েজ শুভু বেবি।’ শুভমনের পাশে সব সময় থাকার কথা বলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, শুভমনের সঙ্গে তাঁর কোনও সংঘাত নেই।

Advertisement

শুক্রবার পঞ্জাবের মুল্লানপুরে আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল গুজরাত এবং মুম্বই। ম্যাচ শুরুর আগে টসের সময়ের একটি ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়। টসের পরই শুভমন ঘুরেছিলেন হার্দিকের দিকে। কিছুটা হাত এগিয়েও দিয়েছিলেন গুজরাতের অধিনায়ক। হার্দিক ভেবেছিলেন শুভমন হাত মেলাবেন বলে ঘুরেছেন। মুম্বই অধিনায়ক হাত এগিয়েও দিচ্ছিলেন। কিন্তু বুঝতে পারেন শুভমন হাত মেলাবেন না। এর পর দু’জনে প্রায় একই সময় হাত সরিয়ে নেন। যদিও পরে দু’জনকে হাত মেলাতে দেখা গিয়েছিল। তা থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে তৈরি হয় জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement