IPL 2025

কী ভাবে আউট করা সম্ভব? খুদে ভক্তকে উত্তর দিলেন রোহিত, সুবিধা হবে শ্রেয়সদের?

আইপিএল এলিমিনেটরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫০ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময় চেনা ফর্মে ফিরে এসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৬:২৫
Share:

রোহিত শর্মা। ছবি: বিসিসিআই।

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে নক আউট ম্যাচের আগে এক খুদে ভক্তের প্রশ্নে কিছুটা থমকে যেতে হল রোহিত শর্মাকে। তবে দমে যাননি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রোহিত। সেই অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুম্বই কর্তৃপক্ষ। তাতে কয়েক জন ক্রিকেট শিক্ষার্থীর সঙ্গে দেখা যাচ্ছে রোহিতকে। তাদের মধ্যেই রোহিতের ভক্ত এক খুদে প্রশ্ন করে, ‘‘স্যর আপনাকে কী ভাবে আউট করব?’’ সঙ্গে সঙ্গে রোহিত উত্তর দেন, ‘‘ওটা হবে না।’’ রোহিতের উত্তর ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এলিমিনেটরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫০ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময় চেনা ফর্মে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত আইপিএলে ১৪টি ম্যাচে ৪১০ রান করেছেন রোহিত। মুম্বইয়ের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement