Jhulan Goswami

তিন বছর আগে অবসর নেওয়া বঙ্গ ক্রিকেটারকে ইংল্যান্ড থেকে ফোন! ‘আবার খেল’, আব্দার ভারতীয় দলের

লর্ডসে শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিন অনুশীলনে হঠাৎই ঝুলন গোস্বামীকে ভিডিয়ো কল করলেন ভারতের দুই মহিলা ক্রিকেটার। কী কথা হল তাঁদের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৯:০৩
Share:

জীবনের শেষ ম্যাচে সতীর্থদের সঙ্গে ঝুলন (ডান দিক থেকে দ্বিতীয়)। ছবি: পিটিআই।

লর্ডসে শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিন অনুশীলনে হঠাৎই ঝুলন গোস্বামীকে ভিডিয়ো কল করলেন ভারতের দুই মহিলা ক্রিকেটার। প্রিয় ‘ঝুলুদি’কে অবসর ভেঙে দলে ফেরার আব্দার করেছেন জেমাইমা রদ্রিগেস।

Advertisement

লর্ডসে ঝুলনকে ফোন করার পর হরমনপ্রীত বলেন, “তোমাকে এত দিন বাদে দেখতে পেয়ে ভাল লাগছে। বলো তো আমরা কোথায় আছি?” জেমাইমা বলেন, “আমরা তোমাকে খুব মিস করি ঝুলুদি।” উত্তরে ঝুলন বলেন, “আমিও তোমাদের খুব মিস্‌ করছি। খুব ভাল হত যদি গ্যালারি থেকে তোমাদের খেলা দেখতে পারতাম।” এ কথা শুনেই জেমাইমা বলে ওঠেন, “শুধু দেখা নয়, আমাদের সঙ্গে খেলতেও হবে তোমাকে।” এ কথা শুনে হেসে ওঠেন ঝুলন।

হরমনপ্রীত বলেন, “কাল লর্ডসে নামার আগে তোমার কথা মনে পড়বে।” শুনে ঝুলন বলেন, “আমিও তোমাদের খুব মিস্ করব। অনেক স্মৃতি রয়েছে মাঠটাকে ঘিরে। প্রথম বার ওই মাঠেই ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ জিতেছিলাম। আশা করি তোমরাও সেই কাজ করে দেখাতে পারবে। তোমাদের দলের মধ্যে সেই ছন্দ দেখতে পাচ্ছি।”

Advertisement

উল্লেখ্য, ২০২২-এর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ঝুলন। দুটো উইকেটও পেয়েছিলেন। ভারত এক দিনের সিরিজ়ে ইংল্যান্ড ৩-০ হারিয়ে চুনকাম করেছিল।

এ বারও ভারতের সামনে সেই সুযোগ রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ়‌ ইতিমধ্যেই ৩-২ ব্যবধানে জিতেছে তারা। এক দিনের সিরিজ়েও প্রথম ম্যাচ জিতেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement