Harmanpreet Kaur

শতরান করে একাধিক নজির হরমনপ্রীতের! ম্যাচের সেরার পুরস্কার কেন সতীর্থের সঙ্গে ভাগ করলেন ভারত অধিনায়ক?

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করেছেন হরমনপ্রীত কৌর। একাধিক নজিরও গড়েছেন ভারতের অধিনায়ক। ম্যাচের পর সতীর্থের সঙ্গে পুরস্কার ভাগ করে নিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:২০
Share:

শতরানের পর হরমনপ্রীত। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ জিতে নিয়েছে ভারতের মহিলা দল। মঙ্গলবার তৃতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে তারা। সেই ম্যাচে শতরান করেছেন হরমনপ্রীত কৌর। একাধিক নজিরও গড়েছেন ভারতের অধিনায়ক। ম্যাচের পর সতীর্থের সঙ্গে পুরস্কার ভাগ করে নিলেন।

Advertisement

৮৪ বলে ১০২ রান করেছেন হরমনপ্রীত। ১৪টা চার মেরেছেন তিনি। এক দিনের ক্রিকেটে সপ্তম শতরান হল তাঁর। তার মধ্যে তিনটি ইংল্যান্ডের মাটিতে। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডে গিয়ে এক দিনের ম্যাচে তিনটে শতরান করলেন তিনি। পিছনে ফেললেন মিতালি রাজ এবং অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে। দু’জনেরই দুটো করে শতরান রয়েছে।

এক দিনের ফরম্যাটে ভারতের দ্বিতীয় দ্রুততম মহিলা ক্রিকেটার হিসাবে শতরান করলেন হরমনপ্রীত। তাঁর শতরান এসেছে ৮২ বলে। প্রথম স্থানে স্মৃতি মন্ধানা, যিনি এ বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেছিলেন।

Advertisement

ভারতের তৃতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে চার হাজার রান হল হরমনপ্রীতের। এই কৃতিত্ব রয়েছে মিতালি এবং স্মৃতির।

ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় অ-ইংরেজ ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ১০০০ রান করলেন হরমনপ্রীত। মিতালির এই কৃতিত্ব রয়েছে।

ম্যাচের পর সেরা ক্রিকেটারের পুরস্কার বোলার ক্রান্তি গৌড়ের সঙ্গে ভাগ করে নেন হরমনপ্রীত। তাঁর শতরান ছাড়াও ইংল্যান্ডকে হারাতে সাহায্য করেছে গৌড়ের ৫২ রানে ৬ উইকেট।

হরমনপ্রীত বলেন, “ম্যাচের সেরা পুরস্কার ক্রান্তির সঙ্গে ভাগ করে নিতে চাই। জীবনের অন্যতম সেরা বোলিং করেছে। বোলার হিসাবে দারুণ কৃতিত্ব। তোমার মতো জোরে বোলার খুঁজে বার করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। দারুণ খেলেছ। তুমিও এই পুরস্কারের যোগ্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement