Umpire's Death

মেদ কমাতে গিয়ে ৪১ বছর বয়সে মৃত্যু আম্পায়ারের, শোকের ছায়া ক্রিকেট বিশ্বে, বার্তা জয় শাহের

শরীরের মেদ কমানোর জন্য পাকিস্তানে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন বিসমিল্লা জান শিনওয়ারি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। আফগানিস্থানের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন শিনওয়ারি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ২১:২৬
Share:

বিসমিল্লা জান শিনওয়ারি। ছবি: এক্স (টুইটার)।

৪১ বছর বয়সে প্রয়াত হলেন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি। ২৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আফগান আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলে ছিলেন শিনওয়ারি।

Advertisement

২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন শিনওয়ারি। শরীরের মেদ কমানোর জন্য পাকিস্তানে গিয়েছিলেন অস্ত্রোপচার করাতে। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তাঁর শরীরে। তা থেকেই তাঁর মৃত্যু হয়েছে। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন শিনওয়ারি। ওজন ক্রমশ বেড়ে যাচ্ছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেছেন, ‘‘শিনওয়ারি এক জন দক্ষ আম্পায়ার ছিলেন। ক্রিকেটার, সহকর্মী, কর্মকর্তারা সকলে তাঁকে সম্মান করতেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। তাঁর সামনে আম্পায়ার হিসাবে কাজ করার দীর্ঘ সময় পড়ে ছিল। এই মৃত্যু অত্যন্ত বেদনা এবং হতাশার। তাঁর অভাব অনুভূত হবে। তাঁর শোকাহত পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা থাকল।’’

শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। শোকবার্তায় তারা লিখেছে, ‘‘আফগানিস্তানের প্রথম সারির আম্পায়ারদের অন্যতম ছিলেন শিনওয়ারি। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শিনওয়ারির মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি। আফগান ক্রিকেটের মহান সেবক ছিলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সমস্ত আফগান ক্রিকেট সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছে।"

Advertisement

শিনওয়ারি আম্পায়ার হিসাবে শেষ দায়িত্ব পালন করেছেন গত ফেব্রুয়ারিতে। খেলিয়েছেন আগামী এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লিগ ২র ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement