অভিষেক শর্মা। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। গত এশিয়া কাপে পাকিস্তানের শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের শাসন করেছেন ব্যাট হাতে। অথচ সে দেশেরই এক জোরে বোলার চ্যালেঞ্জ জানিয়ে বসলেন ভারতের তরুণ ওপেনিং ব্যাটারকে।
এশিয়া কাপের সাতটি ম্যাচে অভিষেক করেছেন ৩১৪ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। তাঁকে থামাতে পারেননি পাকিস্তানের সেরা বোলারেরা। অথচ পাকিস্তানের হয়ে একটি এক দিনের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইসানুল্লাহের দাবি, অভিষেককে আউট করতে তাঁর তিন থেকে ছ’টি বল প্রয়োজন।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে পাকিস্তানের ২৩ বছরের বোলারকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে অভিষেক শর্মাকে আউট করতে আমার তিন থেকে ছ’টা বল লাগবে। আমার ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বলগুলো ওর ১৬০ কিলোমিটার গতির মনে হবে। বাঁহাতি ব্যাটারদের ইন সুইং করতে পছন্দ করি। অভিষেক এই ধরনের বল ভাল খেলতে পারে না। সমস্যা হয়। এ জন্যই বলছি, ওকে আউট করতে আমার বেশি সময় লাগবে না। তা ছাড়া বাঁহাতি ব্যাটারদের ডান কাঁধ লক্ষ্য করে খাটো লেংথের বল করি। আমার বাউন্সারগুলোও যথেষ্ট কার্যকর।’’
২০২৩ সালের পাকিস্তান প্রিমিয়ার লিগে ১৫২.৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে নজর করেছিলেন ইসানুল্লাহ। দেশের হয়ে শেষ খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। তার পর আর পাকিস্তান দলে সুযোগ পাননি। অথচ তিনিই অভিষেককে দ্রুত আউট করার দাবি করছেন!