Team India

T20 World Cup 2021: শেষ চার ওভারে ৬৭! কোহলীদের উল্লাস চুপসে গেল কিউয়িদের ব্যাটিং ঝড়ে

নামিবিয়া ১৬ ওভারে তুলেছিল মাত্র ৯৬ রান। কিউই ব্যাটারদের আটকে রেখেছিলেন নামিবিয়ার বোলাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৭:৪২
Share:

নিউজিল্যান্ডের হারের দিকে তাকিয়ে কোহলীরা। —ফাইল চিত্র

ভারতীয় সমর্থকরা চাইছেন নিউজিল্যান্ডের হার। তার জন্য তাঁরা তাকিয়ে আছেন আফগানিস্তানের দিকে। কিন্তু শুক্রবার নামিবিয়ার সামনেই প্রায় ভেঙে পড়েছিল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ১৬ ওভারে তুলেছিল মাত্র ৯৬ রান। কিউই ব্যাটারদের আটকে রেখেছিলেন নামিবিয়ার বোলাররা। কিন্তু শেষ চার ওভারে সব হিসেব উল্টে দিলেন গ্লেন ফিলিপ্স এবং জিমি নিশাম। বিরাট কোহলীদের আশার ফানুস হঠাৎ করেই চুপসে গেল।

Advertisement

শেষ চার ওভারে উঠল ৬৭ রান। ফিলিপ্স ২১ বলে ৩৯ রান করেন। নিশাম করেন ২৩ বলে ৩৫ রান। শেষ ওভারে বল করেন নামিবিয়ার জনাথন স্মিট। সব মিলিয়ে ১০টি বল করেন সেই ওভারে। চারটি ওয়াইড-সহ দেন ১৮ রান। ডেথ ওভারে নামিবিয়ার বল করার অনভিজ্ঞতার সুযোগই কাজে লাগালেন নিশামরা।

শুরুতে মার্টিন গাপটিল (১৮ বলে ১৮ রান) এবং ড্যারিল মিচেলকে (১৫ বলে ১৯ রান) তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে কোহলীদের আশা বাড়িয়ে ছিলেন বার্নার্ড স্কোলজরা। কেন উইলিয়ামসন ফেরেন ২৫ বলে ২৮ রান করে। তাঁকে বোল্ড করেন জেরহার্ড ইরাসমস। রান আউট হয়ে ফেরেন ডেভন কনওয়ে (১৮ বলে ১৭ রান)। ৮৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকে অক্সিজেন দেন ফিলিপ্স এবং নিশাম। নামিবিয়ার সামনে ১৬৪ রানের লক্ষ্য রাখে নিউজিল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement