—প্রতীকী চিত্র।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর প্রথম বার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। শুভমন গিলেরা ইংল্যান্ডের বিরুদ্ধে যে মাঠে বুধবার থেকে দ্বিতীয় টেস্ট খেলবেন, সেই এজবাস্টনেই হবে ম্যাচ।
অপারেশন সিঁদুরের সময় ভারতীয় ক্রিকেট মহলের একাংশ পাকিস্তানের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত রাখার দাবি তুলেছিল। কয়েক জন প্রাক্তন ক্রিকেটার একই মতামত দিয়েছিলেন। আবার অন্য দিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি সুর চড়িয়েছিলেন ভারতের বিরুদ্ধে। ভারতের নানা সমালোচনা করেছিলেন তিনি। পাকিস্তানের সেনা প্রধান আশিফ মুনিরের প্রশংসাও করেছিলেন। অথচ তাঁরাই মুখোমুখি হবেন ক্রিকেট মাঠে!
আগামী ২০ জুলাই একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবেন ভারত এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা। ভারতের হয়ে খেলার কথা হরভজন সিংহ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, ইরফান পাঠানদের মতো প্রাক্তনদের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের এই ম্যাচে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের নেতৃত্বে থাকবেন সম্ভবত আফ্রিদি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে সামরিক সংঘর্ষের পর খেলার মাঠে দু’দেশ এই প্রথম মুখোমুখি হচ্ছে না। গত ২৪ মে জুনিয়র ডেভিস কাপে (অনূর্ধ্ব-১৬) লড়াই হয়েছে দু’দেশের। পাকিস্তানকে টেনিস কোর্টের সেই লড়াইয়ে হারিয়েছিল ভারত। সেই ম্যাচের পর পাকিস্তানের এক খেলোয়াড় ভারতের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করে। এ ছাড়া আগামী ৫ অক্টোবর কলম্বোয় মহিলাদের এক দিনের বিশ্বকাপের ম্যাচেও মুখোমুখি হওয়ার কথা দু’দেশের।