Ruturaj Gaikwad

ইংল্যান্ডে বিতর্ক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে! কাউন্টিতে না-খেলার সিদ্ধান্ত রুতুরাজের, বিরক্ত দল

ইয়র্কশায়ারের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৫০ ওভারের ক্রিকেট খেলার কথা ছিল রুতুরাজ গায়কোয়াড়ের। আইপিএলে কনুইয়ে চোট পান। গত ৮ এপ্রিলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১২:৪৯
Share:

রুতুরাজ গায়কোয়াড়। —ফাইল চিত্র।

কাউন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন রুতুরাজ গায়কোয়াড়। আগামী ২২ জুলাই ইয়র্কশায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলার কথা ছিল ওপেনিং ব্যাটারের। কিন্তু শুক্রবার তিনি ক্লাব কর্তৃপক্ষকে না-খেলার কথা জানিয়েছেন। এই মরসুমে কাউন্টি না-খেলার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

Advertisement

সারের বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে অভিষেক হওয়ার কথা ছিল ভারত ‘এ’ দলের প্রাক্তন অধিনায়ক রুতুরাজের। আগামী মঙ্গলবার প্রথম মাঠে নামার কথা ছিল ইয়র্কশায়ারের হয়ে। অথচ শুক্রবার হঠাৎই নিজেকে সরিয়ে নিয়েছেন। এ মরসুমে কাউন্টি ক্রিকেট না-খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইয়র্কশায়ার কর্তৃপক্ষকে রুতুরাজ জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যার কারণে এখন তাঁর পক্ষে ইংল্যান্ডে গিয়ে থাকা সম্ভব নয়। তাঁকে না-পাওয়ার কথা সরকারি ভাবে ঘোষণা করেছে ইয়র্কশায়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলিতে রুতুরাজকে ধরে পরিকল্পনা করেছিলেন ইয়র্কশায়ার কোচ অ্যান্টনি ম্যাকগ্রা। ভারতীয় ব্যাটার নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তিনি হতাশ।

Advertisement

ম্যাকগ্রা বলেছেন, ‘‘ব্যক্তিগত সমস্যার জন্য রুতুরাজ আসতে পারছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাকি মরসুমে ওকে পাওয়া যাবে না। আমাদের কাছে এটা খুবই হতাশার। ঠিক কী কারণে রুতুরাজ আসতে পারছে না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার জানা নেই। আশা করছি সব কিছু ঠিকঠাক রয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ম্যাচের আগে দু’-তিন দিন হাতে আছে। আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, আমরা কী করব। আপাতত পরিবর্ত খোঁজার চেষ্টা করছি। হাতে সময় কম। চাপে আছি। এর বেশি কিছু বলতে পারব না।’’

ইয়র্কশায়ারের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও ৫০ ওভারের ক্রিকেট খেলার কথা ছিল রুতুরাজের। আইপিএলের সময় কনুইয়ে চোট পাওয়ায় ৮ এপ্রিলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রুতুরাজ। ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গেলেও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটিও বেসরকারি ম্যাচ খেলেননি তিনি। শুধু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি শুরুর আগে শুভমন গিলদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement