শুভমন গিল। ছবি: এক্স।
অধিনায়ক হিসাবে প্রথম এক দিনের ম্যাচেই হারতে হল শুভমন গিলকে। নিজে রান পাননি। ব্যর্থ তাঁর সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। দলের দুই অভিজ্ঞতম ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলির কাছ থেকেও কোনও সাহায্য পাননি। বৃষ্টি সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটারদের। তবু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ম্যাচে শুভমনের দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। ম্যাচের পর নতুন অধিনায়কও মেনে নিলেন ব্যর্থতা।
প্রথম ম্যাচেই কেন এমন অবস্থা? শুভমন মেনে নিলেন শুরুতে পর পর উইকেট হারিয়েই বিপাকে পড়ে যান তাঁরা। শুভমন কি রোহিত শর্মা-বিরাট কোহলিকে নিশানা করলেন? তিনি বলেছেন, ‘‘পাওয়ার প্লেতে তিন উইকেট পড়ে গেলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তখন ধরে খেলা ছাড়া উপায় থাকে না। আমাদেরও সেটাই হয়েছে। ফলে যথেষ্ট রান তুলতে পারিনি আমরা। তবে এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। কিছু ইতিবাচক দিকও রয়েছে।’’ অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল ২৬ ওভারে ১৩১ রান। কতটা কঠিন ছিল পরিস্থিতি? শুভমন বলেছেন, ‘‘কাজটা সহজ ছিল না। তা-ও আমরা একটা সময় পর্যন্ত লড়াই করেছি। ম্যাচটা যতটা সম্ভব দীর্ঘ করতে পেরেছি। এই বিষয়টা অবশ্য সন্তোষজনক।’’
ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের সমর্থনে আপ্লুত শুভমন। ভারতের তরুণ অধিনায়ক বলেছেন, ‘‘আমরা ভাগ্যবান। যেখানেই খেলতে যাই, সেখানেই প্রচুর মানুষ আমাদের সমর্থন করতে আসেন। এখানেও প্রচুর মানুষ এসেছেন। তাঁদের ধন্যবাদ।’’
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারায় তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারতীয় দল। আগামী ২৩ অক্টোবর দ্বিতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।