গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ভারতীয় দলে জায়গা পাননি শ্রেয়স আয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলেছিলেন। ফর্মে রয়েছেন আইপিএলেও। তবু শ্রেয়স কেন সুযোগ পেলেন না? এই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
শ্রেয়স ইংল্যান্ড সফরের দলে সুযোগ না পাওয়ায় ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বিস্মিত। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ফর্মে থাকলেও টেস্ট দলে এখন শ্রেয়সকে সুযোগ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব হল না? এর সদুত্তর পাওয়া যায়নি। বুধবার সাংবাদিকেরা একই প্রশ্ন করেন ভারতীয় দলের কোচকে। কিছুটা বিরক্তি নিয়ে গম্ভীরের ছোট্ট জবাব, ‘‘আমি নির্বাচক নই।’’ আর কথা বাড়াতে চাননি এ ব্যাপারে। শ্রেয়সের সুযোগ না পাওয়ার দায় এক রকম আগরকরদের দিকে ঠেলে দিয়েছেন গম্ভীর। আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ৫১৪ রান করেছেন শ্রেয়স।
আইপিএলের ফাইনালে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমন্ত্রিত দেশের তিন বাহিনীর প্রধানেরা। ‘অপারেশন সিন্দুর’এর সাফল্যের জন্য ভারতীয় সেনাকে সম্মান জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এই উদ্যোগের প্রশংসা করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘এটা একটা অবিশ্বাস্য পদক্ষেপ। আমরা সাধারণত অনেক কিছু নিয়ে বিসিসিআইয়ের সমালোচনা করি। কিন্তু এটা অবিশ্বাস্য। বোর্ডের প্রশংসা করতেই হবে। এই উদ্যোগ সমগ্র জাতিকে একাত্ম করবে। নিঃশর্ত অবদানের জন্য সেনাবাহিনীকে গোটা জাতি এক সঙ্গে অভিবাদন জানাতে পারবে। বোর্ড দুর্দান্ত একটা উদ্যোগ নিয়েছে। এ জন্য কৃতিত্ব দিতেই হবে। জওয়ানদের এই সম্মান অবশ্যই প্রাপ্য।’’
আইপিএলের পরই ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। বেন স্টোকসের দলের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবেন শুভমন গিলেরা। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ়। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে।