রোহিত শর্মা। —ফাইল চিত্র।
লন্ডনে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। রোহিত শর্মা কিন্তু বসে নেই। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতের এক দিনের দলের অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেসেও গুরুত্ব দিচ্ছেন রোহিত।
আগামী অক্টোবরে সম্ভবত আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত। অস্ট্রেলিয়ার সঙ্গে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত। অনুশীলন করছেন ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে। নেটের পাশাপাশি জিমেও কঠোর পরিশ্রম করছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। মনে করা হচ্ছে, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেলবেন রোহিত।
নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে চেনা ফর্মে দেখা যায়নি রোহিতকে। সমালোচনার মুখে পড়তে হয় ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ককে। পরে সাদা বলের ক্রিকেটে রান পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি। সম্ভবত সে কারণেই অস্ট্রেলিয়া সফরের দু’মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নায়ার। উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ হবে ১৯ অক্টোবর।
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে শেষ খেলেছেন রোহিত। ওই প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। তার পর আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। স্বাভাবিক ভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলেননি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের সময় ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন রোহিত। ওভালে সিরিজ়ের পঞ্চম টেস্টের খেলা দেখতে গিয়েছিলেন। সতীর্থদের উৎসাহও দেন বক্সে বসে।