Ishan Kishan

যেতে পারেননি ইংল্যান্ডে, খেলতে পারবেন না দলীপ ট্রফিতেও, কতটা গুরুতর ঈশানের চোট?

বেঙ্গালরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন ঈশান কিশন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। তাঁকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ২০:৪০
Share:

ঈশান কিশন। ছবি: এক্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট থেকে ঋষভ পন্থ ছিটকে যাওয়ার পর ঈশান কিশনকে চেয়েছিলেন অজিত আগরকরেরা। কিন্তু চোটের জন্য তাঁকে পাঠানো যায়নি। ‘অবাধ্য’ উইকেটরক্ষক-ব্যাটারকে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছিল। এই প্রতিযোগিতাতেও খেলতে পারবেন না তিনি। কতটা গুরুতর ঈশানের চোট?

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গিয়েছে, ঈশানের চোট গুরুতর না হলেও তাঁর হাতে এখনও সেলাই রয়েছে। বেঙ্গালরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। তাঁকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখনও অনুশীলন শুরু করতে পারেননি ঈশান।

গত জুনে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন ঈশান। দেশে ফেরার পর ই-বাইক দুর্ঘটনায় আহত হন উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর মাঠে ফিরতে আরও কিছু দিন সময় লাগবে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরে ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে যাবেন ঈশান। তরুণ ক্রিকেটারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘ই-বাইক থেকে পড়ে গিয়েছিল ঈশান। হাতে চোট পেয়েছিল। কয়েকটা সেলাই করতে হয় হাতে। চোট অনেকটাই সেরে গিয়েছে। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছে। আশা করছি, অস্ট্রেলিয়া সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটো চার দিনের ম্যাচ খেলতে পারবে।’’

Advertisement

দলীপ ট্রফি খেলতে না পারলেও বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই তাঁকে ম্যাচ ফিট করে তোলা হবে। অস্ট্রেলিয়া সফরের জন্য তাঁর কথা ভাবছেন নির্বাচকেরা। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দেখা যেতে পারে তাঁকে। কারণ, পায়ে চোট পাওয়া পন্থ সম্ভবত ওই সিরিজ়েও খেলতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement