Woman Triple Jumper Suspended

ডোপ পরীক্ষায় ব্যর্থ ট্রিপল জাম্পার, এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করা ৩০ বছরের তরুণী সাময়িক সাসপেন্ড

একের পর এক ভারতীয় অ্যাথলিট ডোপ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় চিন্তিত দেশের অ্যাথলেটিক্স কর্তারা। কিছু দিন আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন জাতীয় গেমসে সোনাজয়ী ডিসকাস থ্রোয়ার গগনদীপ সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৮:০৯
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এক মহিলা অ্যাথলিটকে সাময়িক নিলম্বিত (সাসপেন্ড) করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। ৩০ বছরের ট্রিপল জাম্পার জাতীয় পর্যায়ে বেশ কিছু পদক জিতেছেন। দেশের প্রতিনিধিত্ব করেছেন একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও।

Advertisement

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটের নমুনায় শক্তিবর্ধক নিষিদ্ধ মাদকের অস্তিত্ব পাওয়া গিয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এখনই অভিযুক্ত অ্যাথলিটের নাম প্রকাশ করা হচ্ছে না। তিনি ঠিক কী মাদক ব্যবহার করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।’’ সূত্রের খবর, অভিযুক্ত অ্যাথলিটের দ্বিতীয় নমুনাতেও সন্দেহজনক মাদকের প্রমাণ পাওয়া গিয়েছে। একের পর এক ভারতীয় অ্যাথলিট ডোপ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় চিন্তিত এএফআই কর্তারা।

কিছু দিন আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন জাতীয় গেমসে সোনাজয়ী ডিসকাস থ্রোয়ার গগনদীপ সিংহ। উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় গেমসে গত ১২ ফেব্রুয়ারি ৫৫.০১ মিটার দূরত্বে ডিসকাস ছুড়ে সোনা জেতেন তিনি। ইভেন্টের পর সংগ্রহ করা তাঁর নমুনায় নিষিদ্ধ টেস্টোস্টেরন পাওয়া গিয়েছে। অভিযোগ স্বীকার করে নিয়েছেন গগনদীপ। তাঁকে ৩ বছরের জন্য নিলম্বিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement