india cricket

India Cricket: টি২০-তে রেকর্ডের সামনে ভারত, শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তানের পরে নজির গড়বেন রোহিতরা

শনিবার শ্রীলঙ্কাকে হারালে তাদের বিরুদ্ধে এটি ভারতের ১৬তম জয় হবে। একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে টি২০-তে সর্বাধিক জয়ের রেকর্ডও রয়েছে পাকিস্তানের দখলে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ টি ম্যাচ জিতেছে তারা। সেই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন কোহলীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৮
Share:

বড় রেকর্ডের সামনে ভারত ফাইল চিত্র

শনিবার ধর্মশালাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে বড় রেকর্ডের হাতছানি ভারতের সামনে। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দ্বিতীয় দল হিসাবে ১০০ টি২০ ম্যাচে জয়ের নজির গড়বেন রোহিত শর্মারা। এই কীর্তি এক মাত্র পাকিস্তানের রয়েছে।

Advertisement

এখনও পর্যন্ত ১৮৯ টি২০ ম্যাচ খেলে ১১৭টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সুপার ওভারে জয়ের হিসেব বাদ রেখে শুধু মাত্র সরাসরি জয়ের হিসেব এখানে ধরা হয়েছে। সেই হিসেবে ১৫৭ ম্যাচে ৯৯ জয় রয়েছে ভারতের। জয়ের শতাংশের বিচারে অবশ্য পাকিস্তানের আগে ভারত। পাকিস্তানের জয়ের হার ৬২.৪৩ শতাংশ। অন্য দিকে ভারতের জয়ের হার ৬৪.৯৭ শতাংশ।

এই তালিকায় অনেক পিছিয়ে রয়েছে বাকি দেশগুলি। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ১৪৭ ম্যাচে ৮৫ জয় পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১৫৮ ম্যাচের মধ্যে ৮২টিতে জিতেছে তারা। পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ১৬০ ম্যাচের মধ্যে ৭৮টিতে জিতেছে।

Advertisement

অন্য দিকে শনিবারের ম্যাচে জয় পেলে দেশের মাটিতে জয়ের হিসেবে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেলবেন রোহিতরা। ঘরের মাঠে ৭৩টি ম্যাচ খেলে ৩৯টিতে জিতেছে নিউজিল্যান্ড। ভারত দেশের মাঠে ৫৯টি ম্যাচ খেলে ৩৮টিতে জিতেছে। এ ক্ষেত্রেও জয়ের শতাংশের বিচারে নিউজিল্যান্ডের (৫৪.৭৯) থেকে এগিয়ে ভারত (৬৪.৪১)।

শনিবার শ্রীলঙ্কাকে হারালে তাদের বিরুদ্ধে এটি ভারতের ১৬তম জয় হবে। একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে টি২০-তে সর্বাধিক জয়ের রেকর্ডও রয়েছে পাকিস্তানের দখলে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ টি ম্যাচ জিতেছে তারা। সেই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন কোহলীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন