অনুশীলনে রিচা ঘোষ। — ফাইল চিত্র।
বৃহস্পতিবার মহিলাদের বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ভারতের উইকেটকিপার রিচা ঘোষ। রবিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি খেলবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধোঁয়াশা আরও বেড়েছে বোলিং কোচ আবিষ্কার সালভির কথায়। স্পষ্ট কোনও উত্তর দেননি তিনি। পাশাপাশি অনুশীলনে বিকল্প উইকেটকিপার উমা ছেত্রীকে জোরকদমে অনুশীলন করতে দেখা গিয়েছে।
এ দিন সাংবাদিক বৈঠকে রিচা প্রসঙ্গে সালভি বলেন, “রিচা এখন ঠিকই আছে। আমাদের স্ট্রেংথ ও কন্ডিশনিং দল ওকে দেখছে। এখনও আলোচনা চলছে। এই মুহূর্তে কী অবস্থা তা জানি না। তবে ও ভালই আছে।”
অনুশীলনে অবশ্য দলের দ্বিতীয় উইকেটকিপার উমাকে অনেক ক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে। ‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, তিনি উইকেটের দু’দিকেই ভাল কিছু শট খেলেন। পেস এবং স্পিনের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখিয়েছে। এক বার স্লগ সুইপে ছয় মারেন। দর্শনীয় ড্রাইভ করেন কয়েকটি বলে। স্পিনের বিরুদ্ধে তাঁর ফুটওয়ার্কও বেশ ভাল লেগেছে। কোনও রকম অস্বস্তিতে দেখা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে হয়তো ঝুঁকি নিয়ে রিচাকে না খেলিয়ে উমাকে একটি সুযোগ দেওয়া হতে পারে। এ দিন উমা ছাড়াও অনুশীলনে এসেছিলেন হরলীন দেওল, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব এবং আমনজ্যোত কৌর।
সালভি জানিয়েছেন, বোলারেরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই তিনটি ম্যাচ হারতে হয়েছে ভারতকে। সালভির কথায়, “পাওয়ার প্লে-তে আমরা ভাল বল করেছি। মাঝের দিকের ওভারেও ভাল বল করেছি। তবে পরিকল্পনা কাজে লাগানোর ক্ষেত্রে কিছু ভুল আমরা করেছি। সেগুলো চিহ্নিত করে ফেলেছি। নেটে তা নিয়ে কাজ করা হয়েছে। স্লগ ওভারে আরও ভাল বল করতে হবে। এটা তরুণ দল। প্রতি দিন শেখার জন্য ওরা তৈরি।”
শিশির পড়াকেও হারের আর একটি কারণ হিসাবে দেখিয়েছেন সালভি। তিনি বলেছেন, “যে ক’টা মাঠে আমরা খেলেছি প্রায় সব ক’টায় শিশির পড়েছে। এটা আমরা জানতাম। তাই ভেজা বলে অনুশীলন করেছি। অনুশীলন খুঁটিয়ে দেখলে বুঝবেন, শুরুটা করছি শুকনো বলে। তার পর ভেজা বলে অনুশীলন করা হচ্ছে।”