ICC T20 World Cup 2026

বিশ্বকাপের আগে পাকিস্তানের খোঁচার জবাব ভারতের! প্রকাশ্যে নতুন ভিডিয়ো

সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তার আগে একটি ভিডিয়োয় পাকিস্তানকে খোঁচা মারল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:১১
Share:

পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (বাঁ দিকে) ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে ভারতকে খোঁচা মেরেছিল পাকিস্তান। এ বার পাল্টা দিল ভারত। সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তার আগে একটি ভিডিয়োয় পাকিস্তানকে খোঁচা মারল ভারত। গত কয়েক বছরে আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপটের কথা মনে করিয়ে দিয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

ভিডিয়োয় দেখানে হয়েছে, একটি হোটেলে ভারতের কয়েক জন সমর্থক লিফ্টে উঠছেন। ঠিক তখনই পাকিস্তানের এক সমর্থক তাঁদের বলেন, “১৫ তারিখের জন্য তৈরি তো?” জবাবে ভারতীয় সমর্থকেরা জানান, “আমরা সবসময় রাজি। আরও এক বার হারাব।” তা শুনে পাক সমর্থক বলেন, “অত সহজ হবে না। এটা ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই।” তা শুনে ভারতের সমর্থকেরা বলেন, “হ্যাঁ, তোমাদের অনেক ধন্যবাদ। ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ের ফল ৭-১ থেকে ৮-১ হতে চলেছে।” তা শুনে হতাশ হয়ে পড়েন পাক সমর্থক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত আট বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তনা। সাত বার জিতেছে ভারত। ২০২১ সালে এক বারই জিতেছিল পাকিস্তান। এ বার ভারত অষ্টম বার পাকিস্তানের বিরুদ্ধে জিতবে, সেই খোঁচাই দেওয়া হয়েছে ভিডিয়োতে।

Advertisement

গত বছর ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর অপারেশন সিঁদুরের ফলে দু’দেশের সম্পর্ক তলানিতে। এই পরিস্থিতিতে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর পাক বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। সেই ট্রফি ভারত এখনও পায়নি। এই করমর্দন বিতর্ক উস্কে দেয় পাকিস্তান। অস্ট্রেলিয়া সিরিজ়ের প্রোমোতে ভারতকে খোঁচা দেয় তারা।

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে সূর্য বলেছিলেন, ভারত-পাকিস্তান লড়াই আর লড়াইয়ের মতো নেই। একপেশে হয়ে গিয়েছে। যদি মুখোমুখি ফল ৬-৬ বা ৬-৫ থাকে, তাকে লড়াই বলে। কিন্তু ৭-১ লড়াই নয়। সেই কথাকেই প্রোমোর মাধ্যমে দেখিয়ে পাকিস্তানকে খোঁচা মারল ভারত।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানও বয়কটের হুঁশিয়ারি দিয়েছে। যদিও সেটা করলে শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে। সেই ধোঁয়াশার মাঝেই পাকিস্তানকে খোঁচা মারল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement