India vs Australia

পাঁচ কারণ: কী ভাবে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারাল ভারত

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল ভারত। রোহিত শর্মারা কী ভাবে জিতলেন? পাঁচ কারণ খুঁজে বার করল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:১২
Share:

দুরন্ত ছন্দে রোহিত শর্মা। ফাইল ছবি

অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে হারাল ভারত। সমতা ফেরালেন রোহিত শর্মারা। কোন পাঁচ কারণে জিতল ভারত, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, কম ওভারের ম্যাচে লক্ষ্য যা-ই হোক না কেন, পরে ব্যাট করা দল বাড়তি সুবিধে পায়। সেই সুবিধেটাই পেয়েছে ভারত।

Advertisement

দুই, প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ওভারে একই সঙ্গে ফিরে যান ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল।

তিন, অক্ষর পটেল দুর্দান্ত বল করেন। তাঁর দু’ওভারে মাত্র ১৩ রান ওঠে। আট ওভারের ম্যাচে ওভার পিছু মাত্র ৬.৫ করে রান দেওয়াটা অবশ্যই কৃতিত্বের। ওই দু’টি ওভারই অস্ট্রেলিয়াকে অনেকটা পিছিয়ে দেয়।

Advertisement

চার, পঞ্চম ওভারে যশপ্রীত বুমরা মোক্ষম সময়ে ফেরান অ্যারন ফিঞ্চকে। তখন অস্ট্রেলীয় অধিনায়ক সবে মারতে শুরু করেছিলেন।

পাঁচ, অস্ট্রেলিয়ার কোনও বোলারকেই থিতু হতে দেননি রোহিত শর্মা। তিনি ২০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে চারটি চার, চারটি ছয় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন