India vs New Zealand 2022

বেশি রান করেছি, এতটা না করলেও হত, নিউজ়িল্যান্ডকে হারিয়ে বলে দিলেন অধিনায়ক হার্দিক

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯১ রান করেছে ভারত। ম্যাচ জেতার পরে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানিয়েছেন, দরকারের থেকে বেশি রান করে ফেলেছিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৭:৪৯
Share:

অধিনায়ক হিসাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র

নিউজ়িল্যান্ডকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্যর মনে হচ্ছে, বেশি রান করে ফেলেছেন তাঁরা। এত রান না করলেও তাঁরা জিততেন। হার্দিকের মতে, আরও ২০ রান কম করলেও ম্যাচ জিততে সমস্যা হত না তাঁদের। ম্যাচ শেষে হার্দিক বলেছেন, ‘‘আমরা ১৭০-১৭৫ রান করলেও জিততাম। তাই চাপ নিইনি।’’

Advertisement

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছেন সূর্যকুমার যাদব। সূর্যের ইনিংসে মুগ্ধ হার্দিকও। তিনি বলেছেন, ‘‘সূর্য বিশেষ ইনিংস খেলেছে। এ রকম ইনিংস মাঠে বসে দেখার ভাগ্য সব সময় হয় না। আরও এক বার সূর্য দেখাল, ও কত বড় মানের ব্যাটার।’’

ভারতের ইনিংস চলাকালীন বৃষ্টির জেরে ২৬ মিনিট বন্ধ ছিল খেলা। এই পরিবেশে বল করা মোটেই সহজ ছিল না বলে মনে করেন হার্দিক। তাঁর কথায়, ‘‘বোলাররা খুব ভাল বল করেছে। প্রতি বলে উইকেট নেওয়ার চেষ্টা করছিল। প্রতি বলেই তো আর উইকেট আসবে না। কিন্তু আক্রমণাত্মক মানসিকতাটাই আসল। বল ভিজে যাচ্ছিল। ভেজা বল নিয়ন্ত্রণ করা সহজ নয়। বোলাররা সেটা করে দেখিয়েছে।’’

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচে বল করলেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বল করতে দেখা যায়নি হার্দিককে। তার বদলে দীপক হুডা ১০ রান দিয়ে ৪ ইউকেট নিয়েছেন। হার্দিক চান, আরও বেশি বোলারকে সুযোগ দিতে। তিনি বলেছেন, ‘‘আমি বলে আরও বেশি বিকল্প চাই। প্রতি দিন হয়তো সফল হব না। কিন্তু যত বেশি ব্যাটার বল করবে তত দলের সুবিধা। বিকল্প বাড়বে। আমি সবাইকে সুযোগ দিতে চাই।’’

ক্রিকেটারদের স্বাধীন ভাবে খেলতে দেওয়া তাঁর সাফল্যের অন্যতম বড় কারণ বলে মনে করেন হার্দিক। বলেছেন, ‘‘আমি সবাইকে স্বাধীনতা দিতে ভালবাসি। সবাই জানে তাদের কী করতে হবে। তাই মাঠে নেমে অতিরিক্ত চাপ দেওয়ার কোনও দরকার নেই। স্বাধীন ভাবে খেলতে পারলে সবার সেরা খেলাটা বেরিয়ে আসে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন