(বাঁদিকে) স্মৃতি মন্ধানা, প্রতিকা রাওয়াল (ডানদিকে)। ছবি: সংগৃহীত।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের যেমন সিরিজ় বাঁচানোর লড়াই, তেমনই বিশ্বকাপে মরণ-বাঁচন ম্যাচ হরমনপ্রীত কৌরদেরও। বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের বিশ্বকাপে খেলতে নেমেছে ভারত। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন।
ওপেনার প্রতিকা রাওয়াল ১২২ রান এবং স্মৃতি মন্ধানা ১০৯ রান করেছেন। ভারতের ইনিংসের ৪৮ ওভারের পর বৃষ্টির জন্য বন্ধ রাখতে হয়েছে খেলা। বৃষ্টি থামার পর মাঠ পরিদর্শনের পর আম্পায়ারেরা মাঠ পরিদর্শন করেন। আবার খেলা শুরু হবে সন্ধে ৭.৫০ মিনিটে। ম্যাচ হবে ৪৯ ওভারের। আরও এক ওভার ব্যাট করার সুযোগ পাবেন হরমনপ্রীতেরা। সরকারি ভাবে ওভার সংখ্যা কমানোর ৫ মিনিট পর আবার অল্প বৃষ্টি শুরু হয়। তার জন্য ম্যাচ শুরুর সময় পরিবর্তন হচ্ছে না। শেষ পর্যন্ত ভারত ৩ উইকেটে ৩৪০ রান করল। ৫৫ বলে ৭৬ রান করে অপরাজিত থাকলেন জেমাইমা রদ্রিগেজ।
পরে আবার বৃষ্টির জন্য ডাকওয়ার্থ-সুইস পদ্ধতিতে নিউ জ়িল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৪ ওভারে ৩২৫। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে কিউয়িদের রান ৬ উইকেটে ২৩৮। ব্যাট করছেন ইসাবেলা গেজ় (৪৮) এবং জেস কের (৩)।
ভারতীয় দলে একটিই বদল। জেমাইমা রদ্রিগেজ় এই ম্যাচে দলে ফিরেছেন। বাদ পড়েছেন আমনজ্যোত কৌর। আগের ম্যাচের দলে আর কোনও বদল হয়নি। নিউ জ়িল্যান্ড এই ম্যাচে দলে কোনও পরিবর্তন করেনি।
রবিবার ইংল্যান্ডের কাছে হেরে লড়াই কঠিন হয়ে গিয়েছে ভারতের কাছে। টানা তিনটি ম্যাচে হেরেছে তারা। সেমিফাইনালে আর একটা জায়গাই বাকি। তার জন্য লড়াই মূলত ভারত এবং নিউ জ়িল্যান্ডের মধ্যে। কী ভাবে শেষ চারে উঠতে পারেন হরমনপ্রীত কৌরেরা?
১) অঙ্ক যা, তাতে ভারতের ভাগ্য এখনও রয়েছে নিজেদের হাতেই। বাকি দু’টি ম্যাচ জিতলেই সরাসরি তারা সেমিফাইনালে চলে যাবে। আর কারও উপর নির্ভর করতে হবে না।
২) যদি তারা পরের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারায় এবং শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তা হলেও শেষ চারে যেতে পারে। সে ক্ষেত্রে নিউ জ়িল্যান্ড এবং বাংলাদেশের ছ’পয়েন্ট হলেও তারা যাতে ভারতের থেকে নেট রান রেটে পিছিয়ে থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। আপাতত ভারতের রান রেট ০.৫২৬।
৩) ভারত যদি নিউ জ়িল্যান্ডের কাছে হারে এবং বাংলাদেশকে হারায়, তা হলে দেখতে হবে যাতে ইংল্যান্ড হারিয়ে দেয় নিউ জ়িল্যান্ডকে। এ ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মাঝেই বিশ্বকাপ-ভাগ্য জেনে যাবে ভারত। কারণ নিউ জ়িল্যান্ডের খেলা আগামী রবিবার সকালে রয়েছে। ভারতের ম্যাচ দুপুরে।
নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে এবং সেই ম্যাচে কিউয়িরা জিতলে তারা ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই এগিয়ে থাকত। নিউ জ়িল্যান্ডকেও ভারতের মতোই বাকি দু’টি ম্যাচ জিততে হবে। ইংল্যান্ড ভারতকে হারিয়ে দেওয়ায় তাদের সুবিধা হয়েছে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের প্রতিটি দলকেই সব ম্যাচ জিততে হবে। সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে যারাই হারবে তারাই বিদায় নেবে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচও বাকি। সেটিও হবে মরণ-বাঁচন ম্যাচ। তিনটি দলের কেউ যদি বাকি সবগুলি ম্যাচও জেতে, তা হলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।