Shreyas Iyer

India vs New Zealand 2021: রেকর্ড করে ম্যাচের সেরা শ্রেয়স আয়ার সব থেকে বেশি খুশি নিজেকে বদলাতে পেরে

শ্রেয়স আয়ার নিজে চাইছেন, নিজেকে বদলাতে। কানপুর টেস্টে সেটা পেরেছেন ভেবে সব থেকে বেশি খুশি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৮:০৯
Share:

শ্রেয়স আয়ার। ছবি পিটিআই

সবার ধারণা তিনি শুধু চালিয়ে খেলেন। কেউ এই ধারণা বদলাতে খুব একটা চাইছেনও না। তাই সবার পরামর্শ, তিনি যে রকম খেলেন, সে রকমই খেলুন। কিন্তু শ্রেয়স আয়ার নিজে চাইছেন, নিজেকে বদলাতে। কানপুর টেস্টে সেটা পেরেছেন ভেবে সব থেকে বেশি খুশি তিনি।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সেরার পুরস্কার পাওয়া শ্রেয়স বলেন, ‘‘সবাই বলে আমি নাকি শুধু মেরে খেলি। আমার এই সহজাত খেলাটা বদলানো উচিত নয়। কিন্তু এই টেস্টে আমি পরিস্থিতি অনুযায়ী খেলেছি। লক্ষ্যই ছিল, সেশন ধরে ধরে খেলা। যতটা সম্ভব বেশি বল খেলার চেষ্টা করেছি। সেটাই তখন দরকার ছিল।’’

দুটি ইনিংসে শ্রেয়সের রান ১০৫ এবং ৬৫। অভিষেক টেস্টেই ম্যাচের সেরা। এর পরেও দল না জেতায় স্বাভাবিক ভাবেই খুশি নন। বলেন, ‘‘খুবই ভাল লাগছে। কিন্তু জিতলে ষোল কলা পূর্ণ হত।’’

Advertisement

কানপুরের উইকেট নিয়ে শ্রেয়সের বক্তব্য, ‘‘পিচ এখনও একই রকম আছে। আমাদের বোলাররা এই উইকেটে খুবই ভাল বল করেছে। ওরা শুরুটা খুব ভাল করেছিল। ফলে শুরু থেকে চাপ ছিল আমাদের উপর। তারপর যখন পরপর উইকেট তুলে নিলাম, আমাদের বোলাররা পরিস্থিতি খুব ভাল ভাবে কাজে লাগাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন