Virat Kohli

India Vs South Africa 2021-22: ১৫৮ বলে ৫০, কেপটাউনে অন্য কোহলী, টেস্টে নজির গড়লেন বিরাট

শতরান না এলেও কোহলীর ব্যাটিং দেখে খুশি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তাঁর মতে, ভাগ্য ভাল থাকলে বড় রান করতেন বিরাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১২:৩৯
Share:

বেশ কিছু ভাল শট খেললেন কোহলী ছবি: টুইটার

১৫৮ বল লাগল অর্ধশতরান করতে। যখন সাজঘরে ফিরছেন নামের পাশে লেখা ৭৯। বল খেলেছেন ২০১। ব্যাটিং গড় ৩৯.৩০। যা মোটেই বিরাট কোহলীচিত নয়। কেপটাউনে দেখা গেল অন্য কোহলীকে। টেস্টে সব থেকে ধীরে অর্ধশতরানের নিরিখে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে কেরিয়ারের শুরুতে ১৭২ বলে অর্ধশতরান করেছিলেন কোহলী। সেটি তাঁর সব থেকে ধীরে অর্ধশতরান।

Advertisement

২০২০ সাল থেকে সময়টা ভাল যাচ্ছে না কোহলীর। গত দু’বছরে মোট ১৪টি টেস্ট খেলে ২৬.০৮ গড়ে রান করেছেন কোহলী, যা তাঁর কেরিয়ার গড়ের (৫০.৩৪) থেকে অনেক কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেও বড় রান করতে ব্যর্থ হন কোহলী। অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন তিনি। দ্বিতীয় টেস্টে পিঠের ব্যথায় খেলতে পারেননি তিনি।

তৃতীয় টেস্টে তাই অনেক বেশি ধৈর্য্য ধরে খেললেন কোহলী। প্রথম থেকে বাইরের বল ছা়ড়া শুরু করলেন। অযথা ঝুঁকি নিচ্ছিলেন না। ফলে ধীরে রান এলেও আউট হননি। কিন্তু শেষ পর্যন্ত ৭৯ রানের মাথায় রাবাডার বলে আউট হন ভারতের টেস্ট অধিনায়ক।

Advertisement

শতরান না এলেও কোহলীর ব্যাটিং দেখে খুশি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তাঁর মতে, ভাগ্য ভাল থাকলে বড় রান করতেন বিরাট। গত দু’বছরের বেশি সময় ধরে বড় রান করতে পারছেন না বিরাট। তবে সেই বিষয়ে খুব একটা চিন্তিত নন রাঠৌর। তাঁর মতে কোহলীর ব্যাট থেকে বড় রান শুধু সময়ের অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন