রোহিত শর্মা। —ফাইল চিত্র।
চার দিন পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামবেন রোহিত শর্মা। তার আগে ভাল খবর পেলেন তিনি। আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় আবার শীর্ষে উঠলেন রোহিত। কোনও ম্যাচ না খেলেই কয়েক দিন আগে এক থেকে দুইয়ে নেমে গিয়েছিলেন তিনি। কোনও ম্যাচ না খেলেই আবার শীর্ষে উঠলেন ভারতীয় ব্যাটার।
বুধবার আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে সেখানে শীর্ষস্থান ফিরে পেয়েছেন রোহিত। তাঁর রেটিং পয়েন্ট ৩৮১। রোহিতের পয়েন্ট বাড়েনি। কিন্তু তাঁকে টপকে এক নম্বরে যাওয়া নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেলের পয়েন্ট কমেছে। ফলে আবার দু’নম্বরে নেমে এসেছেন তিনি। মিচেলের রেটিং পয়েন্ট ৭৬৬।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করায় রোহিতকে টপকেছিলেন মিচেল। কিন্তু তিন ম্যাচের সিরিজ়ের শেষ দু’টি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফলে পয়েন্ট কমেছে মিচেলের। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৪। চার ও পাঁচ নম্বরে আবার ভারত। চারে রয়েছেন নতুন এক দিনের অধিনাক শুভমন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫। পাঁচ নম্বরে থাকা বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৭২৫। রোহিতের মতো তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন। তবে শুভমন চোটের কারণে খেলতে পারবেন না। কোহলি সামনের সিরিজ়ে ভাল খেললে শুভমনকে টপকে যেতে পারেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রোহিত ও কোহলি। তার মাঝেই টেস্ট থেকে অবসর নেন তাঁরা। ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফেরেন দুই ক্রিকেটার। রোহিত তৃতীয় ম্যাচে শতরান করেন। সবচেয়ে বেশি রান করে সিরিজ় সেরা হয়েছেন তিনি। কোহলি প্রথম দু’টি ম্যাচে শূন্য রানে আউট হলেও তৃতীয় ম্যাচে রানে ফিরেছেন।
আপাতত ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন রোহিত ও কোহলি। দু’জনেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান। তবে তাঁরা বিশ্বকাপে খেলবেন কি না সেই নিশ্চয়তা দেননি ভারতের কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর। তাই রোহিত, কোহলি জানেন, প্রতিটি সিরিজ় তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন দুই ক্রিকেটার।