India Vs Australia Series 2025

বিশ্বরেকর্ডের সামনে কোহলি! বৃহস্পতিবার অ্যাডিলেডে সাত নজির গড়তে পারেন বিরাট, ছাপিয়ে যেতে পারেন সচিন, ধোনিকে

বৃহস্পতিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচে সাতটি নজির গড়তে পারেন বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৮:৫৫
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

সিরিজ়ের শুরুটা ভাল হয়নি বিরাট কোহলির। পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে আট বলে শূন্য রান করে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচে সাতটি নজির গড়তে পারেন বিরাট কোহলি। তার মধ্যে বিশ্বরেকর্ডও রয়েছে। সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনিকে ছাপিয়ে যেতে পারেন কোহলি।

Advertisement

কোহলির সম্ভাব্য সাত নজির—

১) অ্যাডিলেডে ৬৮ রান করলেই সাদা বলের ক্রিকেটে বিশ্বে সর্বাধিক রান হবে কোহলির। এখন এই রেকর্ড সচিনের দখলে। সাদা বলের ক্রিকেটে তাঁর রান ১৮,৪৩৬। কোহলির রান ১৮,৩৬৯। তার মধ্যে এক দিনের ক্রিকেটে ১৪,১৮১ ও টি২০-তে ৪,১৮৮ রান তাঁর। অ্যাডিলেডে ৬৮ রান করলেই সচিনকে টপকে বিশ্বরেকর্ড গড়বেন কোহলি।

Advertisement

২) এক দিনের ক্রিকেটে কুমার সঙ্গকারাকে (১৪,২৩৪) টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আর ৫৪ রান চাই কোহলির (১৪,১৮১)। তাঁর সামনে থাকবেন কেবল সচিন (১৮,৪২৬)।

৩) অ্যাডিলেডে কোহলির রান ১৭ ইনিংসে ৯৭৫। বৃহস্পতিবার আর ২৫ রান করলেই অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের প্রথম কোনও ব্যাটার হিসাবে এই মাঠে ১০০০ রান হবে কোহলির।

৪) আর একটি শতরান করলেই এক দিনের ক্রিকেটে ৫২ শতরান হবে কোহলির। ক্রিকেটের কোনও ফরম্যাটে এক ব্যাটারের করা সর্বাধিক শতরানের রেকর্ড হবে তাঁর। টেস্টে সচিনের রয়েছে ৫১টি শতরান। তাঁকে টপকে যাবেন কোহলি।

৫) ভারত পরে ব্যাট করে জিতলে কোহলিকে করতে হবে মাত্র ২ রান। তা হলেই প্রথম ক্রিকেটার হিসাবে রান তাড়া করে জয়ে ৬০০০ রান হবে কোহলির।

৬) বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের নিরিখে একই জায়গায় রয়েছেন সচিন ও কোহলি। দু’জনেরই ২৯টি করে শতরান রয়েছে। অ্যাডিলেডে শতরান করলেই সচিনকে টপকে যাবেন কোহলি।

৭) অ্যাডিলেডে এক দিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান ধোনির। ছয় ইনিংসে ২৬২ রান করেছেন তিনি। কোহলির রান চার ইনিংসে ২৪৪। আর ১৯ রান করলেই ধোনিকে ছাপিয়ে যাবেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement