Arshdeep Singh's Record in Asia Cup 2025

রবিবারের ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই পাকিস্তানকে হারিয়ে দিল ভারত! উইকেটের ‘সেঞ্চুরি’ করে নায়ক অর্শদীপ

এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সুপার ফোরের সেই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ভারতের কাছে হারতে হল পাকিস্তানকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯
Share:

অর্শদীপ সিংহ। ছবি: রয়টার্স।

৮ মাসের অপেক্ষার অবসান হল অর্শদীপ সিংহের। একটি উইকেটের জন্য ৮ মাস অপেক্ষা করতে হল তাঁকে। এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সুপার ফোরের সেই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ভারতের কাছে হারতে হল পাকিস্তানকে। ভারতের অর্শদীপ হারিয়ে দিলেন পাকিস্তানের হ্যারিস রউফকে।

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় বোলার হিসাবে ১০০ উইকেটের মালিক হলেন অর্শদীপ। চলতি বছরের জানুয়ারি মাসে এই রেকর্ড হতে পারত তাঁর। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টিতে রিজ়ার্ভ বেঞ্চের পেসারদের খেলায় ভারত। ফলে বাইরে বসতে হয় অর্শদীপকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে মাত্র এক বিশেষজ্ঞ পেসার খেলায় ভারত। জসপ্রীত বুমরাহ থাকায় অর্শদীপের সুযোগ হয়নি। ওমানের বিরুদ্ধে সুযোগ পেয়ে ১০০ উইকেট ছুঁয়ে ফেললেন অর্শদীপ।

মাত্র ৬৪ ম্যাচে ১০০ উইকেট নিলেন অর্শদীপ। শুধু ভারতের প্রথম বোলার নন, সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়া পেসার হলেন তিনি। বিশ্বের আর কোনও পেসার এত কম ম্যাচে ১০০ উইকেট নিতে পারেননি। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের রউফের। ৭১ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ। ভারতের কাছে হারতে হল পাকিস্তানকে।

Advertisement

আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের তালিকায় তিন নম্বরে রয়েছেন অর্শদীপ। শীর্ষে আফগান স্পিনার রশিদ খান। ৫৩ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক। ৬৩ বলে ১০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিনার। নেপালের সন্দীপ লামিছানে ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন। তবে নেপাল আইসিসি-র পূর্ণ সদস্যের দেশ নয়। সহযোগী সদস্যের দেশ।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নিলেও এশিয়া কাপের পরের ম্যাচগুলিতে অর্শদীপের খেলা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ভারত এর পরের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। সেখানকার উইকেট স্পিন সহায়ক। ভারতীয় দলে তিন স্পিনার রয়েছে। তাঁদের খেলালে বিশেষজ্ঞ পেসার হিসাবে এক জনকেই খেলাতে পারবেন গৌতম গম্ভীর। বুমরাহ সেই জায়গা ধরে রেখেছেন। ফলে হয়তো এশিয়া কাপের বাকি সব ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হবে ১০০ উইকেটের মালিককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement