ICC ODI World Cup 2023

বিশ্বকাপ ফাইনালের আগে রোহিতদের শিবিরে ‘গো অ্যাজ় ইউ লাইক’! সাত জন হাজির থাকলেন অনুশীলনে

ভারতীয় দলের মধ্যে ঠিক যেন গো অ্যাজ় ইউ লাইক চলছে। সবাই নিজের মতো রয়েছেন। কাউকে আলাদা করে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। দেখে মনে হচ্ছে, প্রত্যেকে নিজের দায়িত্ব জানেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১০:০১
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) ও রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

বিশ্বকাপ ফাইনালের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শনিবার সন্ধ্যায় শেষ বারের মতো অনুশীলন করতে নেমেছে ভারতীয় দল। অথচ দলের সবাইকে দেখা গেল না। ঠিক সেই সময় সাংবাদিক বৈঠকে রোহিত জানালেন, ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে। তাই সবাই আসেননি। দলের মধ্যে ঠিক যেন গো অ্যাজ় ইউ লাইক চলছে। সবাই নিজের মতো রয়েছেন। কাউকে আলাদা করে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। দেখে মনে হচ্ছে, প্রত্যেকে নিজের দায়িত্ব জানেন। সেটা কী ভাবে করতে হয় সেটাও জানেন তাঁরা। ফাইনালে নামার আগে দলের মধ্যে রয়েছে ফুরফুরে পরিবেশ।

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘‘বিশ্বকাপের শুরু থেকে এত দিন সবাই খুব পরিশ্রম করেছে। প্রত্যেকে জানে তার কতটা অনুশীলন করতে হবে। তাই আমরা চাপ দিইনি। ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে। যার মনে হয়েছে অনুশীলন করেছে। যার মনে হয়নি সে বিশ্রাম করেছে।’’

শনিবার সন্ধ্যায় অনুশীলন করতে দেখা গিয়েছে শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিনকে। বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের দেখা যায়নি। রোহিতকে অনুশীলন দেখা গিয়েছে। তবে ব্যাট করেননি তিনি। পিচ নিয়েই পড়ে ছিলেন ভারত অধিনায়ক। যাঁরা অনুশীলন করেছেন তাঁরা দীর্ঘ ক্ষণ নেটে সময় কাটিয়েছেন।

Advertisement

রোহিত জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের আগে অতিরিক্ত চাপ না নিয়ে মাথা ঠান্ডা রাখতে চাইছেন তাঁরা। ভারত অধিনায়ক বলেন, ‘‘বেশি চাপ নিচ্ছি না। বিশ্বকাপের ফাইনালে নামার আগে সবাই একটু চাপে থাকে। তার বাইরে আলাদা চাপ নিচ্ছি না। মাথা ঠান্ডা রেখে খেলতে চাইছি। কারণ, ফাইনালে দলের ভারসাম্য ঠিক না থাকলে সমস্যা। তার জন্য ক্রিকেটারদের ১০০ শতাংশ দিতে হবে। সেটা করতে গেলে অতিরিক্ত চাপ নিলে চলবে না।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের পরিকল্পনা তৈরি বলে জানিয়েছেন রোহিত। সেটাই মাঠে কাজে লাগাতে হবে। এ বার কোচ রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জিততে চান তাঁরা। ভারত অধিনায়ক বলেন, ‘‘রাহুল স্যরের অবদান কম নয়। শুরুর দিকে ওঁকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমাদের স্যরের উপর ভরসা ছিল। এত দিনে সেটা দেখা যাচ্ছে। উনি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিততে পারেননি। এ বার কোচ হিসাবে ওঁকে ট্রফিটা দিতে চাই। রাহুল স্যরের জন্য এ বার বিশ্বকাপ জিততে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন